ইচ্ছে ঘুড়ি।

 


        ইচ্ছে ঘুড়ি 


মন হলো ইচ্ছে ঘুড়ি 

           ইচ্ছেমতন ওড়ে,

মনের ভেতর অচেনা অজানা

    হাজার বাহানা ঘুরে। 


না পাই দেখতে পারে

    না পারি শুনতে

তবুও সে শরীল জুড়ে

করছে আধিপত্য। 


মন হল ইচ্ছে ঘুড়ি 

         ইচ্ছে মতন ওড়ে,

যদি পেতাম তার দেখা

      শিকল দিয়ে বাধতাম এথা।


ইচ্ছে মতন না যেন ওড়ে

   আমায় পেরেশান আর না করে,

কিন্তু কোথা তাহায় দেখা পাই

    সে যে কোথা কেউ জানে নাই।


শরীল নামক ছোট ঘরে

   মন জুড়ে তার বিচরন,

ইচ্ছে মতন ওড়ে সে যে

  কেউ না পায় তার হদিস ক্ষন।


ইচ্ছেঘুড়ি ইচ্ছে মতন 

      ওড়ে সর্বক্ষনে,

তাহার সাথে জোর না চলে

            কারো কোন ক্ষনে।


কলমে____নাজমিন নাহার ।

মা কবিতা

সকাল কবিতা

[ইচ্ছে ঘুড়ি বলতে আমি আমাদের মনের সকল বাধভাংজ্ঞা ইচ্ছেকে বুঝিয়েছি।যাকে কেউ বেধে রাখতে পারেনা,ছুতে পারেনা, দেখতে পারেনা শুধু অনুভব করতে পারে।

আমাদের মন কত কিছুই চায়।মন উড়াল পাখির মত কত জায়গায় ওড়ে বেড়ায়। তাই মনকে আমি ঘুড়ির সাথে তুলনা করেছি।

আমাদের মনের হাজারো ইচ্ছে।লাগাম ছাড়া ইচ্ছে।যেখানে খুশি ওড়ে যাই তাই তার নাম দিয়েছি ইচ্ছে ঘুড়ি।

আমার এই নরবড়ে অল্প অভিজ্ঞতা নিয়ে লিখাতে যদি ভুল হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন আর ভুলটা অবশ্যই কমেন্ট এ দরিয়ে দিবেন।ধন্যবাদ। 

ভালো থাকুন 

সুস্থ থাকুন আর ইচ্ছে  ঘুড়ির সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ।]





  

Post a Comment

0 Comments