কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে ত্বক ফর্সা করার উপায়।


 আমরা সবাই সুন্দর্যের পূজারী। সুন্দর ত্বক সবার পছন্দ।সুন্দর কোমল মুখ কার না ভালো লাগে।সবাই চাই ইকটু ফর্সা হতে।

সময়ের অভাবে সঠিক যত্নের অভাবে মুখ হয়ে যায় কালো। বাজারের প্রসাধনী ব্যবহারে রয়েছে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া, কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই যদি নিজেকে ফর্সা করা যায় তাও আবার কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তাহলে কেমন হবে?

কি, অবাক হচ্ছেন?অবাক হবার কিছুই নেই,ঘরে থাকা উপকরণ দিয়েই কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার ত্বককে করে তুলতে পারবেন উজ্জ্বল এবং কোমল। আজকের আর্টিকেল তা নিয়েই, তাহলে চলুন জেনে নেই কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ত্বক ফর্সা করতে পারবেন তার সম্পর্কে। 

আরও পড়ুন ঃঃগোলাপের পাপড়ির মত সুন্দর ঠোঁট পাওয়ার ঘরোয়া উপায়। 

ঘরে থাকা উপকরণ দিয়ে ত্বক ফর্সা করার উপায় 

★টমেটো 

টমেটো ও লেবু দিয়ে পেস্ট বানিয়ে ব্যবহারে আপনার ত্বক হবে সুন্দর এবং ফর্সা ও কোমল।দুটো টমেটো ও দু চামচ লেবুর  নিয়ে ব্লেন্ড করে সেটা মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর ধুয়ে ফেলুন ফলাফল নিজেই টের পাবেন। রোজ ব্যবহারে আপনার ত্বক হবে উজ্জ্বল এবং কোমল।

★দই মধু ও লেবু

অল্প দই সাথে সামান্য মধু ও লেবুর রস নিয়ে পেস্ট বানিয়ে ত্বকে ব্যবহার করুন।মানে এটা ত্বকে ম্যাসাজ করুন ১৫ মিনিট । তারপর ধুয়ে ফেলুন আপনার ত্বকের ভিতরের ময়লা দূর হয়ে যাবে। ত্বক হবে ফর্সা ও সুন্দর কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। 

★অ্যালোভেরা ও বাদাম গুড়ো 

তাজা অ্যালোভেরার জেল নিন সাথে বাদাম গুড়ো দিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখুন ৩০ মিনিটের মত।তারপর ধুয়ে ফেলুন। 

অ্যালোভেরা আপনার ত্বক সুন্দর করবে আর বাদামগুড়ো আপনার মুখের ময়লা বের করবে এবং ব্যাকহ্যাডস দূর করবে।

★ডিমের ফ্রেসপ্যাক

ডিমের কুসুম নিন।ভালো করে ফেটিয়ে নিন।তারপর মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ত্বক ফর্সা হবে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। 

★লেবু ও চিনি

লেবু ও চিনি একসাথে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। যতক্ষণ না পর্যন্ত আপনার লেবুর ধানা মিশে যায় ততক্ষণ। এর জন্য একটা লেবু ও একচামচ চিনি ব্যবহার করতে হবে।তারপর ধুয়ে ফেলুন ভালো ফলাফল পাবেন। 

★আমের খোসা ও দুধ

আমের খোসার সাথে দুধ নিয়ে ব্লেন্ড করে নিন।তারপর সেটা মুখে লাগিয়ে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন। খুব ভালো উপকার পাবেন। 

★গোলাপজল

গোলাপজল ত্বক ফর্সা করার জন্য খুব কার্যকরী। যতটুকু গোলাপ জল নিবেম ততটুকু দুধ নিয়ে মিশিয়ে রাতে শোবার আগে মুখে লাগিয়ে নিন।সকালে দুয়ে ফেলুন।এভাবে দুদিন করুন আপনার মুখ তুলতুলে হবে এবং সুন্দর হবে। 

★দুধ ও কলা

একটা কলা নিন সাথে অল্প দুধ নিয়ে মিহি করে চটকে নিয়ে আপনার মুখে লাগিয়ে নিন।কিছুক্ষণ রেখে দুয়ে ফেলুন ভালো ফলাফল পাবেন। 

আজ এই পর্যন্তই।ভালো থাকুন,সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments