মোবাইল দিয়ে ফ্রী ব্লগ সাইট খোলা।এ টু জেট।পার্ট -১

 আমাদের সবার সামর্থ্য থাকেনা একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ কিনে ব্লগিং করার।কিন্তু অনেকেই আছে যারা লিখায় খুব পারদর্শী, ব্লগ সাইট খুলতেও চায়।কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার না থাকায় ইচ্ছেটাকে বাস্তবে রুপান্তরিত করতে পারেনা।

তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি মোবাইল দিয়েই কিভাবে একটা পারফ্রেক্ট ব্লগ সাইট খুলতে পারবেন এবং ব্লগিং করতে পারবেন তার এ টু জেট।

আরও পড়ুন ঃ ব্লগিং কি?ব্লগ সাইট কিভাবে খোলে?

ব্যাকলিংক কি?কিভাবে বানায়?,ব্লগে ছবি কিভাবে যুক্ত করে। মোবাইল দিয়ে ব্লগিং সাইট খোলা এ টু জেট পার্ট টু। 

আমি এর কয়েকটা পর্ব আকারে বিস্তারিত লিখবো।এটা তার মধ্যে পর্ব নাম্বার এক যেখানে বলবো কিভাবে আপনি মোবাইল দিয়েই একটা ফ্রী ব্লগ সাইট বানিয়ে ফেলতে পারবেন তার সম্পর্কে বিস্তারিত। 

আর এই আর্টিকেল পড়লে আপনি নিজেই ঘরে বসে কারো সাহায্য ছাড়াই একটা সুন্দর ব্লগ সাইট খোলে ফেলতে পারবেন তাও আবার মোবাইল দিয়ে।

ব্লগিং দু ভাবে করা যায়।এক ওয়ার্ডপ্রেস দুই ব্লগার।আমার কাছে ব্লগারটাই ভালো লাগে আর সেটাই আমি আপনাদের দেখাবো।যে কিভাবে আপনি মোবাইল দিয়েই একটা সুন্দর ব্লগার সাইট খুলতে পারেন তাও আবার একেবারে ফ্রীতে।

প্রথমে আসি কি কি লাগবে মোবাইল দিয়ে একটা ব্লগ সাইট খোলতে গেলে।আপনার একটা স্মার্টফোন, ইন্টারনেট সংংযোগ এবং একটা জেমেইল একাউন্ট।

প্রথমেই আপনি ইন্টারনেট সংযোগ চালু করে নিবেন।তারপর আপনার ফোনের ক্রোম ব্রাউজার এ যাবেন।সেখানে গিয়ে আপনার ব্রাউজার টার ডেক্সটপ মুড অন করে নিবেন।

এখন কথা আসতেই পারে ডেক্সটপ মুড টা আবার কি।নিচের ছবিটাতে দেখুন আপনার ফোনের একদম উপরের ডানে তিনটা ডট ডট সেটাতে টাচ করুন।

ডেক্সটপ মুড


ঠিক উপরের ছবির মত।তারপর দেখতে পাবেন নিচের ছবির মত ডেক্সটপ মুড লিখা যেটাতে আমি গোল করে মার্ক করে রেখেছি। 
ডেক্সটপ মুড অন
এখানে দেখতে পারছেন আপনি টিক চিহ্ন দেওয়া এটা দেওয়া থাকবেনা।আপনি এখানে টাচ করলে টিক চিহ্ন হয়ে যাবে।ব্যাস হয়ে গেলো আপনার ফোনের ক্রোম ব্রাউজার এর ডেক্সটপ মুড অন করা।

তারপর আপনাকে সার্চ বারে লিখতে হবে blogger.com.একদম নিচের ছবির মত করে।

ব্লগার ডট কম
লিখার পর আপনার সামনে ব্লগার সাইটের নিউ ড্যাশবোর্ড চলে আসবে।যেটা দেখতে একদম নিচের ছবির মত হবে।
ব্লগার সাইট বানানো 
এখানে হলুদ যেই জায়গাটা দেখছেন যেটা আমি গোল করে মার্ক করে রেখেছি সেখানে লিখা ক্রিয়েট ইউর ব্লগ।এখানে আপনি ক্লিক করে দিবেন।

ব্লগার সাইট এর জেমেইল।
তারপর নিচের ছবির মত আসবে সেখানে আপনি আপনার জেমেইল দিয়ে দিবেন।আপনি যেই জিমেইল  দিয়ে সাইট খুলবেন সেটা যদি ফোন এ সেইট করা থাকে তবে পাসওয়ার্ড চাইবে না।আর যদি চায় দিয়ে দিবেন।

এখানে একটা কথা বলি আপনি আপনার নিজের রিয়েল নাম দিয়েই জিমেইল টা খোলার চেস্টা করবেন।আর সেটা দিয়েই ব্লগ সাইট খুলবেন।এতে করে আপনার গুগল এডসেন্স পেতে গেলে কোন ঝামেলা হবেনা।

তারপর যদি ভেরিফাই চায় ভেরিফাই করে নিবেন আপনার জিমেইল টা।

ব্লগার সাইট এর নাম


তারপর উপরের ছবির মত দেখাবে।এখানে টাইটেল এর জায়গায় আপনি আপনার ব্লগের নাম দিয়ে দিবেন।অবশ্যই সুন্দর একটা নাম সিলেক্ট করে নিবেন যেটা আপনার নিশ রিলেটেড হয়।

এখন আপনার মাথায় আসতেই পারে যে নিশ কি?নিশ হলো আপনি যেই বিষয় টা নিয়ে ব্লক লিখবেন তা।মনে করুন আপনি স্বাস্থ্য বিষয়ক ব্লগ লিখবেন।এখানে নিশ হলো স্বাস্থ্য। মুলকথা ব্লগ লিখার ম্যাইন বিষয় বা টপিককেই নিশ বলে।

এরপর আপনার সামনে আসবে নিচের ছবির মত। 
ওয়েব সাইট এড্রেস 
এইরকম আসবে।এটাকে ব্লগ এড্রেস বা ইউ আর এল বলে।এটা আপনার ব্লগ সাইটের পরিচয় বহন করবে।কেউ যখন লিখে সার্চ করবে এখান থেকে বানানো এড্রেস এ সার্চ করলে আপনার সাইট পেয়ে যাবে।

এবার আমি যেখানে গোল দাগ টেনে মার্ক করে রেখেছি সেখানে আপনি আপনার সাইটের ইউ আর এল দিন।যদি সেটা এবলেবল হয় তবে টিক মার্ক দিয়ে দিন।

যেমন icheguri12.blogspot.com এটা আমার ইউ আর এল।এখানে ইচ্ছে ঘুড়ির জায়গায় আপনি আপনার ব্লগের নাম দিয়ে দিবেন।তাহলেই হয়ে যাবে।সেভ এ ক্লিক করে দিন।

এখন আপনার মাথায় আসতেই পারে এবলেবল টা আবার কি?আর নাম দিবার পর যদি লাল হয়ে যায় তবে কি করা উচিত।এবলেবল মানে হলো আপনি যেই নামটা দিবেন এড্রেস এ এটা যদি আর কেউ না দিয়ে থাকে এতে এবেলেবল দেখাবে সহজেই সেভ করা যাবে।কিন্তু এটা যদি অন্য কেউ ব্যবহার করে ফেলে তবে আনএবলেবল দেখাবে।

যদি আনএবলেবল দেখায় তবে আপনি আপনার নামের শেষএ একটা ওয়ার্ড বা সংখ্যা লিখে দিন তবে দেখবেন খুব সহজেই হয়ে যাবে।

তারপর আপনার ড্রিসপ্লে নেম চাইবে সেখানে আপনি আপনার ব্লগের নাম লিখে দিন।আপনি চাইলে আপনার নাম ও দিতে পারেন।তবে আমি সাজেস্ট করবো আপনি আপনার সাইটের নামটাই দিয়ে দিন। 

ব্যাস তারপর সেভ করে দিলেই হয়ে যাবে সদ্য প্রস্তুত করা একটা ব্লগ সাইট। 

তারপর আপনার ব্লগের অনেক সেটিং আছে,যেমন,থিম,নিশ,সেটিং এস ই ও ইত্যাদি সকল কিছু আমি আপনাদের ধাপে ধাপে লিখে জানাবো।

আজকের পার্ট এই পর্যন্তই।আজ আমরা শিখলাম ডেক্সটপ মুড কি?নিশ কি? এবং একটা ব্লগ সাইট বানালাম।আমি আমার মত করে একদম সোজাভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি,তাও যদি কারো কোন জায়গায় সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।আমি সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আজ এই পর্যন্তই।ভালো থাকুন,সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। 
আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments