মোবাইল দিয়ে ফ্রী ব্লগ ওয়েব সাইট খোলা।এটু জেট।পার্ট-২

 আগের আর্টিকেল এ আমরা শিখেছি কিভাবে মোবাইল দিয়ে একটা ফ্রী ব্লগ ওয়েব সাইট খোলা যায় সেই ব্যাপারে।আজ তার দুই নম্বর পার্ট যেখানে আমরা ব্লগ সাইটের কাস্টমাইজড করবো।

সাইটের বিভিন্ন অবশন এর সাথে পরিচিত হবো।কিভাবে ব্লগ সাইটে আর্টিকেল লিখতে হয় সেই ব্যাপারে বিস্তারিত জানবো।

আগের আর্টিকেল এ আমরা শিখেছিলাম ডেক্সটপ মুড কি? কিভাবে চালু করে?নিশ কি? এবং একটা সাইট কিভাবে খোলে সেই ব্যাপারে। আজ তার পর থেকে আলোচনা করবো আপনাদের সাথে।

আগের আর্টিকেল ঃঃলিংক

প্রথমেই আপনি গুগল ক্রোম ব্রাউজার এ চলে যান।এবার ডেক্সটপ মুড অন না করলেও চলবে।এখন আপনার মাথায় আসতেই পারে যে আমি যেই সাইট টা খোললাম সেটা কোথায় পাবো?

চিন্তা নেই আমিতো আছি,তার সঠিক সমাধান বের করার জন্য।যেহেতু আমাদের দেশে ব্লগার এ্যাপ কার্যকর হয়না। সেহেতু আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার এ গিয়ে সহজেই আপনার সাইট খোজে পাবেন।

এখন মাথায় আসতেই পারে কিভাবে খোজে পাবো।তার জন্য নিচের ছবি দেখুন।

মোবাইল দিয়ে ব্লগার সাইট খোলা
এবার দেখুন ছবিতে আমি গোল করে মার্ক করে রেখেছি।সেটাই আমার ব্লগার ওয়েবসাইট যেটা আমি কাল বানিয়েছিলাম।

আপনাদের ও ঠিক এই রকম আসবে।এটাতে ক্লিক করুন।নিচের ছবির মত আসবে।

নতুন ব্লগ সাইট 
এটা আপনার নতুন ব্লগ সাইট। যেখানে কোন পোস্ট লিখা নেই।যেহেতু আমরা কিছুই লিখিনি তাই খালি।

এখন চলুন শিখি কিভাবে পোস্ট করবো বা লিখবো সেই ব্যাপারে। উপরের ছবিতে দেখুন একটা প্লাস আইকন যেটাতে আমি গোল করে মার্ক করে রেখেছি সেটাতে ক্লিক করুন।

ব্লগ আর্টিকেল কিভাবে লিখে?
তারপর আপনার সামনে এইরকম আসবে।ছবিতে দেখুন এক নাম্বার লিখে মার্ক করে রেখেছি।সেখানে আপনি আপনার আর্টিকেল এর নাম লিখুন।

এখন মাথায় আসতেই পারে আর্টিকেল এর নাম কি?মানে হলো আপনি যেই ব্যাপারে লিখবেন তার ছোট করে শিরোনাম। 

তারপর দেখুন আমি দুই নাম্বার দিয়ে মার্ক করে রেখেছি এখানে আপনি আপনার পুরো আর্টিকেল লিখুন।৩নাম্বার এ দেখতে পাচ্ছেন সেটিং এর মত একটা আইকন।এটাতে টাচ করুন।

লেভেল
তারপর উপরের ছবির মত আসবে।এখানে দেখুন লেবেল লিখা এখানে আপনি আপনার আর্টিকেল যেই বিষয় এ লিখবেন তার বিষয় টা লিখে দিবেন ছোট করে।দরুন আপনি স্বাস্থ্য নিয়ে লিখছেন তবে লিখবেন।হেলথ কেয়ার। আরেকটা কথা এই লেভেল টাকেই ক্যাটাঘরি বলে। 

তারপর দুই নাম্বার মার্ক করে রেখেছি সেখানে টাচ করলে পাবলিশ লিখা ওঠবে সেখানে ক্লিক করে দিন।আপনার পোস্ট পাবলিশ হয়ে যাবে।

এখন আপনার মাথায় আসতেই পারে আর্টিকেল কি?বা ব্লগ কনটেন্ট ইবা কি?ব্লগ পোস্ট কেই আর্টিকেল বা ব্লগ কনটেন্ট বলে। আশাকরি বুঝতে পেরেছেন।

এখন চলুন শিখি কিভাবে পোস্ট এ ছবি এড করবেন তার ব্যাপারে। 

ছবি যোগ করা
উপরের ছবিতে দেখুন ছবির মত একটা আইকন আছে সেটাতে ক্লিক করুন।
ছবি যুগ করা
তার আপলোড ফ্রোম কম্পিউটার এটাতে ক্লিক করুন।

তারপর উপরের ছবির মত আসবে। আপনি চয়েজ ফাইলে ক্লিক করুন।তারপর আপনার ফাইল থেকে ছবি সিলেক্ট করুন।তারপর সিলেক্ট অপশন এ ক্লিক করুন।
তারপর উপরের ছবির মত দেখুন ছবির একদম নিচে সেটিং আইকন এর সাথে একটা বড় হাতের A বর্ন লিখা আছে এটাতে ক্লিক করে আপনি আপনার ছবির নিচের টাইটেল লিখতে পারবেন।তারপর সেভ করে দিন ব্যাস ছবি এড করা হয়ে যাবে।

এখন চলুন শিখি ব্যাকলিংক কিভাবে বানাবেন।আপনি একটা পোস্ট লিখেছেন সেটার লিংক টা অন্য আর্টিকেল এ শেয়ার করাকেই ব্যাকলিংক বলে।এখন কথা হলো এটা কি করে করবো।চলুত সে সম্পর্কে জেনে নেই।

আপনি যেই আর্টিকেল এর ব্যাকলিংক বানাবেন সেটার লিংক টা কপি করে নিবেন।তারপর পোস্টের যেখানে ব্যাকলিংক বানাতে চান, সেখানে সেই লিংক এর শিরোনাম লিখে দিন।তারপর সেই শিরোনাম মার্ক করুন ঠিক যেভাবে কপি করার সময় করেন কিন্তু কপি করবেন না।


তারপর উপরের ছবির দেখুন এটার মত আসবে।আপনি আমি যেই চিহ্ন টা মার্ক করে রেখেছি সেটাতে ক্লিক করুন।

উপরের ছবির মত আসবে তারপর। আপনি পেস্ট অর সার্চ ফর এ লিংক এর জায়গায় আপনার যেই আআর্টিকেল এর ব্যাকলিংক বানাতে চাইছিলেন সেটার ব্যাকলিংক পেস্ট করে দিন।

পেস্ট করার পর নিচের দুটো ঘর টিক চিহ্ন দিয়ে ভরাট করে নিন।আপনি নিচের দুটো অপশন এ টাচ করলেই টিক চিহ্ন চলে আসবে।তারপর এপ্লাই টা হলুদ হয়ে যানে সেটাতে ক্লিক করলেই আপনার ব্যাকলিংক বানানো হয়ে যাবে।এভাবে আপনি ব্যাকলিংক বানিয়ে নিবেন।



এখন চলুন বাকি সেটিং গুলো সম্পর্কে পরিচিত হয়ে নেই।উপরের ছবিতে তিনটা টানের একটা আইকন দেখবেন যেটাতে আমি মার্ক করে রেখেছি সেটাতে ক্লিক করলে নিচের ছবির মত দেখবে।
ঠিক এই রকম আসবে।এবার চলুন কোনটার কি কাজ সেই সম্পর্কে জেনে নেই।প্রথমেই আপনার সাইটের নাম থাকবে।সাথে যে মার্ক করা আইকন রেখেছি সেটাতে ক্লিক করে আপনি নতুন আরও ব্লগ সাইট খুলতে পারবেন।এবং দেখতে পারবেন আপনার এই জিমেইল দিয়ে আরো সাইট খোলা থাকলে সেটা।

নিউ পোস্ট এ ক্লিক করে আপনি পোস্ট করতে পারবেন নতুন পোস্ট। যেমন করে আমি প্লাস আইকন দিয়ে দিয়ে পোস্ট এর বিস্তারিত করে দেখিয়েছিলাম ঠিক সেইরকম করে।

 Stats এ ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার সাইট কতজন ভিউ করলো, কোথা থেকে করলো এইসব বিস্তারিত। 

কমেন্টস এ ক্লিক করে আপনি দেখতে পাবেন কে কি কমেন্ট করলো তা।

আর্নিং এর কাজতো সবাই জানি।এটা আমাদের পরে কাজে আসবে। তখন বুঝিয়ে দিবো।

Pages খুব গুরুত্বপূর্ণ গুগল এডসেন্স এ এপ্লাই করার জন্য। এটা নিয়ে বিস্তারিত আগামী আর্টিকেল এ লিখবো ইনশাআল্লাহ। 

Leyout এর মাধ্যমে আপনি আপনার থিমকে সাজাবেন যা আমি আগামী আর্টিকেল এ বলবো।তারপর আছে থিম এটাও আগামী আর্টিকেল এ বলবো। 

তারপর আছে সেটিং যা খুব গুরুত্বপূর্ণ তার সম্পর্কে ধাপে ধাপে আগামী আর্টিকেল এ বলবো।

তারপর আসবে ভিউ ব্লগ এটাতে ক্লিক করে আপনি আপনার সাইট টা দেখতে পাবেন।আজকের আর্টিকেল এ আমরা ছবি এড করা শিখেছি।পোস্ট করা শিখেছি,ব্যাকলিংক করা শিখেছি।

আপনি আর্টিকেল লিখা শুরু করে দিন।২০ টা আর্টিকেল লিখুন।ভিজিটর এবং ইনকামের চিন্তা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে।

আজ এই পর্যন্তই।কোথাও কোন ঝামেলা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments