মোবাইল দিয়ে ফ্রী ব্লগ ওয়েব সাইট খোলা। এ টু জেট পার্ট -৩।পেইজ কিভাবে বানায়?থিম কিভাবে কাস্টমাইজড করে।

 আগের দুটো আর্টিকেল এ আমরা শিখেছি কিভাবে আপনি একটি ব্লগ ওয়েব সাইট বানাবেন একদম ফ্রীতে তা।এবং আমরা একটা ওয়েব সাইট বানিয়েছি।ব্লগ পোস্ট কিভাবে করে সেটা শিখেছি।

আরও পড়ুন ঃঃপার্ট ৪ সকল ব্লগারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 

ব্যাকলিংক কিভাবে বানায় তা শিখেছি।ছবি কিভাবে এড করা হয় তা শিখেছি এবং নতুন বানানো ব্লগ সাইটের ব্যাসিক ধারণা নিয়েছি।

এটা মোবাইল দিয়ে ব্লগ ওয়েব সাইট বানানোর ৩য় পর্ব যেখানে আমরা পেইজ বানানো শিখবো।কিভাবে থিম সেট করতে হয় এবং কাস্টমাইজড করতে হয় তার বিস্তারিত জানবো। 

প্রথমেই আসি পেইজের ব্যাপারে। গুগল এ এডসেন্স পেতে হলে আপনার সাইট এ পেইজ লাগবেই।সর্বনিম্ন তিনটি পেইজ অবশ্যই আপনার সাইট এ রাখবেন।

একটি হলো about us,Contact us,privacy policy. এই তিনটা পেইজ অবশ্যই আপনার সাইট এ রাখতে হবে।তো এবার চলুন পেইজ কিভাবে বানায় শিখে নেই।

pages লিখাটাতে ক্লিক করলে আপনি ঠিক আপনার নতুন ব্লগ সাইট যেমন বানিয়ে ছিলেন তেমন ড্যাশবোর্ড দেখবেন।সেখানেও ঠিক পোস্ট লিখার সময় যেমন প্লাস আইকনে ক্লিক করেছিলেন তেমন প্লাস আইকনে ক্লিক করবেন।

প্লাস আইকন এ ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক পোস্ট করার জন্য যেমন ড্যাশবোর্ড এসেছিল সেই রকম আসবে।এখানে আপনি টাইটেল about us লিখুন, অথবা আপনি চাইলে about me লিখুন।যদি এবাউট আজ লিখেন তবে নিচে আর্টিকেল লিখার জায়গায় আপনার নাম আপনার ব্যাপারে আপনার সাইটের ব্যাপারে লিখুন।

আর যদি এবাউট মি লিখেন তবে আপনার ব্যাপারে লিখুন।আপনি চাইলে আমার এবাউট আজ দেখে নিতে পারেন।লিখার পর এখানেও আপনি সেটিং এর মত একটা আইকন পাবেন সেটাতে ক্লিক করুন।

ব্লগিং পেজ ক্রিয়েট
ঠিক উপরের ছবির মত আসবে। এখানে অপশন লিখাটাতে ক্লিক করলে এইরকম আসবে।এখানে যদি আপনি এলাও করে দিন তাহলে সবাই কমেন্ট করতে পারবে।কিন্তু আপনার এখানে কমেন্টের কোন প্রয়োজন নেই তাই ডু নট এলাও এ ক্লিক করে পোস্ট ঠিক যেইভাবে পাবলিশ করেছিলেন। এটাও পাবলিশ করে দিবেন।

এবার আপনার একটা পেইজ বানানো হয়ে গেছে।এবার বানান কন্টাক্ট আজ পেইজ।এর জন্য সেইম আগের মত প্লাস আইকনে ক্লিক করুন।টাইটেল এ লিখুন কন্টাক্ট আজ।আর আর্টিকেল লিখার জায়গায়, আপনার নাম ঠিকানা এবং আপনার ফোন নাম্বার আপনার জিমেইল দিয়ে দিবেন।যাতে কোন সমস্যা হলে কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারে।

এখানে যদি আপনি আপনার ফোন নাম্বার নাও দিতে চান তাহলে চলবে।তবে অবশ্যই জিমেইল দিবেন।আপনি চাইলে আপনার ফেসবুক লিংক,টুইটার লিংক,ইন্সটাগ্রাম লিংক দিয়ে দিতে পারেন।এটাতে আপনি কমেন্ট অপশন এলাও রাখলেও সমস্যা নেই।এবার পাবলিশ করে দিন।

এবার আসলো প্রাইবেসি পলেসি।এটাও ঠিক আগের মত টাইটেল এর জায়গায় প্রাইবেসি পলেসি লিখবেন।আর্টিকেল এর জায়গায় আপনি আপনার সাইটের জন্য কি রকম প্রাইবেসি লিখতে চান রিডারদের জন্য তা লিখবেন।

এবার পেইজ বানানো শেষ তিনটা। আপনি চাইলে আরও পেইজ বানাতে পারেন।তবে এই তিনটা অবশ্যই আপনার সাইটে রাখবেন।

এবার আসলো leyout and them এর কাজ।আপনি গুগল এ গিয়ে ফ্রী থিম লিখে সার্চ করলে অনেক থিম ট্রামপ্লেট পেয়ে যাবেন।তার মাঝ থেকে একটা পছন্দ করে আপনার সাইট এ সেট করে নিন।

আমার সাইটে ব্যবহার করা থিমটাও ফ্রী। আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন একদম ফ্রীতে।আমি যেই থিমটা ব্যবহার করেছি এটার লিংক টা শেয়ার করার অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হইনি।

উপরে  একটি পিকচার দিয়েছি।সেখানে দেখুন প্রথমেই আপনারা থিম এর লিংক পেয়ে যাবেন।সেখান থেকে ডাউনলোড করে নিন।

এটা কিভাবে পাবেন?আপনি ইউটিউব এ যান সেখানে সেখানে গিয়ে লিখুন মোবাইল দিয়ে ব্লগ সাইট বানানো এ টু জেট। লিখার পর এই ভিডিও প্রথম পার্ট আসতে পারে আপনারা এই ভিডিও ২য় পার্ট এর ডেস্কিপশন বক্স এ থিম ডাউনলোড লিংক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিন।


এটা হলো আমি যেই থিমটা আমার আর্টিকেল এ ব্যবহার করেছি সেটা।আপনাদের যে এটাই ব্যবহার করতে হবে তা নয় আপনারা অন্য থিম ডাইনলোড করে আনজিব করেও ব্যবহার করতে পারবেন। 

এবার চলে আসি থিম কিভাবে ব্লগে সেট করবো সেই ব্যাপারে। তারজন্য আপনাকে প্রথমেই থিম অপশন চলে যেতে হবে।
থিম সেট করা


থিমে ক্লিক করার পর আপনি কাস্টমাইজড অপশন পেয়ে যাবেন।যার নিচেই একটা আইকন রয়েছে যেটা আমি নিচের ছবিতে মার্ক করে রেখেছি সেটাতে ক্লিক করুন।

ঠিক এই রকম আসবে। এটাতে ক্লিক করুন।
তারপর উপরের ছবির মত আসবে। দেখুন আমি মার্ক করে রেখেছি রিস্টোর একটা লিখা সেটাতে ক্লিক করুন।সেটাতে ক্লিক করলেই আপনি আপলোড অপশন পেয়ে যাবেন।সেটাতে ক্লিক করুন।আপনার ফাইলে নিয়ে যাবে সেখান থেকে থিম সিলেক্ট করে আপলোড করে দিন।
থিম ফাইল
থিমের এক্স এম এল ফাইলটা ঠিক এইরকম থাকবে।এটাতে ক্লিক করে সেভ করে নিবেন।ব্যাস হয়ে যাবে আপনার থিম সেট করা।

কিন্তু থিম সেট করার পরও অনেক কাজ থেকে যায়।কারন আপনি থিম সেট করার পর যদি ভিউ ব্লগে ক্লিক করেন তবে সব কিছুই খালি পাবেন।এখন কথা হলো এগুলো সাজাবেন কি করে?

এরজন্য আপনাদের চলে যেতে হবে leyout এ।এখান থেকেই আপনার পুরো ব্লগ সাইট টাকে কাস্টমাইজড করতে হবে।

লে আউট এ ক্লিক করলে এরকম। এটাকে আপনি সাজাবেন।তাহলে চলুন আমরা একে একে পুরো থিম টা সাজিয়ে নেই।


প্রথমেই আপনি উপরের দুটো অপশন যেগুলো মার্ক করে রেখেছি সেটাতে হাত দিবেন না।যেমন আছে তেমনি থাকবে।

তারপর আছে টপ নেভিগেশন এটার সাথে একটা কলম আইকন আছে এটাতে ক্লিক করুন।

তারপর এইরকম আসবে।আপনি এখানে হুম এর জায়গায় হুম ই লিখা থাকবে।ইউ আর এর জায়গায় আপনি আপনার সাইটের ইউ আর এল দিয়ে দিবেন।তারপর সেভ এ ক্লিক করে দিবেন।


তেমনি করে নিচের এভাউট ও কন্টাক্ট আজ ও করে নিবেন।এখানে এভাউট এর জায়গায় আপনি আপনার বানানো সেই এভাউট আজ বা মি পেজের লিংক সেভ করে দিবেন।তেমন করে কন্টাক্ট আজের  লিংক ও স্বভ করে দিবেন।তারপর সবগুলো সেভ করার অপশন এ ক্লিক করে সেভ করে নিবেন।এটার কাজ শেষ। 

তারপর ডানপাশে আছে সোসাল টপ এখানে কল আইকন এ গিয়ে আপনি আপনার ফেসবুক,টুইটার, ইনস্টাগ্রামের লিংক দিয়ে সেভ করে দিবেন।

তারপর আছে হ্যাডার লগো। এখানে আপনি আপনার সাইটের নাম লিখবেন।কলম আইকন এ ক্লিক করে।তারপর লগোর পিকচার সেভ করে দিবেন।যদি আপনার বানানো থাকে আর যদি না থাকে তবে লগো মেকার দিয়ে লগো বানিয়ে নিয়েন।এখানে লগো পরে সেভ করলেও চলবে।


ডানপাশে আছে হ্যাডার এড এটা যেমন আছে তেমম থাকুক ক্লিক করার দরকার নেই।এটার কাজ পরে আসবে আপনি যখন এডসেন্স পেয়ে যাবেন তখন।

তারপর আসবে ম্যাইন ম্যানো এখানেও কলম আইকন এ ক্লিক করে সাজিয়ে নিবেন।তারপর সেভ করে নিবেন।

তারপর আসবে হট পোস্ট। এখানে আপনি আপনার ব্লগের একটা ক্যাটাগরি সিলেক্ট করুন।এবং সেটার নাম এখানে লিখে সেভ করে দিন।



এবার টাইটেল এর জায়গায় আপনি আপনার যেই ক্যাটাগরি টা এখানে রাখতে চান সেটার নাম লিখুন।আমি লিখেছি ইউজফুল টিপস ফর লাইফ।এখানে আপনি আপনার ক্যাটাঘরির নাম লিখুন।

এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।সেটা হলো আমি মার্ক করে রেখেছি দেখতেই পারছেন সেখানে xx লিখা থাকবে এটা কেটে আপনি আপনার ক্যাটাগরির নাম লিখবেন।এবং অবশই সেটা আপনি পোস্ট লিখার পর পোস্ট এর লেভেল এ ঠিক যেইভাবে লিখেছেন সেইভাবে লিখবেন। মানে অক্ষর ছোট হাতের থাকলে ছোট হাতের লিখবেন বড় হাতের থাকলে বড় হাতের লিখবেন।নয়তো আপনার ক্যাটাগরি দেখাবে না।


 এভাবে আপনি বাকি গুলো ও করে নিবেন।দেখুন উপরে আমি আমার ক্যাটাগরির নাম লিখেছি এখানে আপনি আপনার ক্যাটাগরির নাম লিখে সেভ করে নিবেন।

এবার আসি সবার নিচে।সেখানে আপনি পাবেন ম্যানু ফোটার ওয়েট।সেটাতে আপনি কলম আইকন পাবেন।সেটাতে ক্লিক করুন।আপনার সাইটের হুম আগে এডিট করুন।টাইটেল এর জায়গায় হুম দিন,ইউ আর এল এর জায়গায় ইউ আর এল দিয়ে দিন।

তারপর এভাউট, কন্টাক্ট আজ এগুলো আগের মত করে লিংক দিয়ে সেভ করে নিন।

ব্যাস হয়ে গেছে আপনার সাইট সাজানো। আরও কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন।

আগামী আর্টিকেল এ আমরা সেটিং এর পুরো প্রসেস টা দেখাবো এবং শিখাবো।এস ই ও, সাইটম্যাপ, এবং সার্চ কনসোল এ সাইট সাবমিট করা শিখাবো আপনাদের।

আজ এই পর্যন্তই। ভালো থাকুন,সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। 
আল্লাহ হাফেজ। 

Post a Comment

1 Comments