এস ই ও কি?কিভাবে করতে হয়?সাইটম্যাপ কিভাবে বানাতে হয়?সাইট সার্চ কনসাল এ কিভাবে সাবমিট করতে হয়?নতুন ব্লগার সাইটের সেটিং কিভাবে করতে হয়?মোবাইল দিয়ে ফ্রী ব্লগ সাইট এ টু জেট, পার্ট -৪।

 আগের তিনটা পার্ট এ একটা সাইটের অনেক কিছুই শিখেছি,কিভাবে সাইট বানাতে হয়?কিভাবে পোস্ট করতে হয়?কিভাবে ছবি এড করতে হয়?কিভাবে থিম সেট করতে হয়? ব্যাকলিংক বানাতে হয় এই ব্যাপারে পরিপূর্ণ ভাবে শিখেছি।

আজকের আর্টিকেল এ তারপর শিখবো একটা সাইটের সেটিং কিভাবে কমপ্লিট করতে হয়,এস ই ও  কিভাবে করতে হয়, সাইটম্যাপ কিভাবে বানাতে হয় এবং সাইট কিভাবে সার্চ কনসাল এ সাবমিট করতে হয় সেই ব্যাপারে। একটা সাইটের জন্য এগুলো সবথেকে বেশি দরকারি।

ব্লগ সাইটে বেশি ভিজিটর আনতে হলে এই কাজগুলো আপনাকে অবশ্যই কর‍তে হবে।তাই এই আর্টিকেল এ দেখানো সকল সেটিং খুব ভালো করে করবেন।আর যারা জানতে চেয়েছিলেন ভিজিটর নেই কেনো আপনার নতুন ব্লগ সাইট এ তারা এই সেটিং গুলো করুন তাহলেই ভিজিটর পাবেন।


প্রথমেই আসি নতুন ব্লগার সাইটের সেটিং এ। 

সেটিং অপশন।

সেটিং এ ডোকার পরেই আপনারা নিচের ছবির মতো দেখবেন।

সেটিং অপশন 



সেটিং এ ডোকার পর আপনারা উপরের ছবির মত দেখতে পাবেন। প্রথমেই থাকবেন বেসিক।তারপর টাইটেল। টাইটেল এর জায়গায় আপনার সাইটের নাম লিখা থাকবে।তারপর আসবে ডেস্কিপশন।এটা একটা সাইটের জন্য খুব গুরুত্বপূর্ণ। 

এর মাধ্যমেই ভিউয়ারস এবং গুগল জানতে পারবে আপনার সাইট কি সম্পর্কিত।আপনার সাইট যদি অনলাইন ইনকাম সম্পর্কিত হয়ে থাকে তবে সেই ব্যাপারে আপনি এখানে লিখুন।অবশ্যই রিওয়ার্ড রিসার্চ করে নিবেন।

যেমনঃটেকনোলজি রিলেটেড যদি আপনার সাইট হয় তাহলে লিখবে,মোবাইল এ্যাপ,গুগল সেটিং,ফেইসবুক, কম্পিউটার ইত্যাদি রিলেটেড। মোটকথা আপনার সাইট যেই রিলেটেড আপনি তাই লিখবেন।


তারপর আসবে ব্লগ ল্যাংগুয়েজ। এটা ইংলিশ দেওয়া থাকবে।আপনার সাইট যদি বাংলায় হয় তবে এটা বাংলা দিতে পারেন,যদি ইংলিশ হয় তবে ইংরেজি দিতে পারেন।


তারপর দেখুন এডাল্ট কনটেন্ট ভুলেও এটাতে ক্লিক করবেন না।এটা যেমন আছে তেমনি থাকতে দিন।এটা যদি ক্লিক করে দিন তবে আপনার সাইটে ভিজিটর আসবেনা সবাই ভাববে ১৮+ কনটেন্ট আছে।তাই এটা ক্লিক করবেন না।

তারপর আসবে গুগল এনালাইটিস প্রপার্টি আইডি।


গুগল এনালাইটিস প্রপার্টি আইডি 

এটাতে একটা সংখ্যা লিখে দিন। যা খুশি তখন সাথে সাথে গুগল আপনাকে নিচে জানিয়ে দেবে আপনার সংখ্যাটি ভুল আর সঠিক আইডিটা সংখ্যাটা আপনাকে জানিয়ে দিবে।সেটা এখানে বসিয়ে দিবেন।

তারপর আছে ফেভিকন এটার কাজ আপাতত না করলেও চলবে।আপনার সাইটটা যখন গ্রো করা শুরু করবে তখন এটা করে নিয়েন।

তারপর প্রাইবেসি,প্রাইবেসির নিচের যেই লিখাটা visible to search ergines এটাতে ক্লিক করে এনাবেল করে দিন।


তারপর এইচ টি টি পি এস এটা এনাবেল করে দিন।পারমিশন এর নিচে ব্লগ এনথর নেম এর জায়গায় আপনার নিজের নাম দিয়ে দিন।


তারপর এর সেটিং গুলো যেমন আছে তেমন থাকবে।নিচে ইমেল এর জায়গায় এসে কমেন্ট নোটিফিকেশন ইমেল এর জায়গায় আপনার ইমেইল দিয়ে দিবেন।

মেটা ট্যাগ


তারপর এর সেটিং গুলো যেমন আছে তেমন থাকতে দিন।আপনি চলে আসুন নিচে। মেটা ট্যাগ এর জায়গায়। মনে রাখবেন এটা আপনার সাইটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেটা ট্যাগ এ নিচে ম্যাটা ডেস্কিপশন পেয়ে যাবেন সেটাতে ক্লিক করে, আপনার সাইট যেই সম্পর্কিত সেই সম্পর্কে লিখুন।তবে,অবশ্যই সেটা ১৫০ ওয়ার্ডের মধ্যে হতে হবে।


তারপর আসবে আপনার সাইট এর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। 

কাস্টম রোবট ট্যাগ

কাওলারস এন্ড ইনডেক্সিং এটা আপনার সাইটের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে চলে আসুন আপনি ২য় টাতে।এনাবেল কাস্টমস রোবটস হেডার ট্যাগ এটা ইনাবেল করে নিবেন।

তারপর প্রথম এ হোম পেজ ট্যাগ এ ক্লিক করুন। তারপর নিচের ছবির মত আসবে। এখানকার কাজগুলো খুব গুরুত্ব সহকারে করবেন। 

হোম পেজ ট্যাগ 
এখানে দেখুন প্রথমে all তারপর noodp এই দুটো টিক দিয়ে সেভ করে নিবেন।অবশ্যই অল এবং নোডপ।

তারপর দেখুন Archive and search page tags এটাতে ক্লিক করুন।এবং নিচের ছবি দেখুন।

এখানে দেখুন প্রথম এ noindex এবং শেষ এ noodp টিক দিয়ে সেভ করে নিবেন।এখানে জেনো কোন ভুল না হয়।

তারপর post and page tags এটাও দেখুন খুব মনোযোগ দিয়ে।


এখানেও আপনাকে প্রথম এ অল এবং পরে নোডপ এ টিক দিয়ে সেভ করে নিতে।খুব গুরুত্বপূর্ণ একটা কাজ শেষ হলো। 

এবার আসি কাস্টমস রোবটস ট্যাগ এর কাজ।এখানে কাস্টমস রোবটস ট্যাগ ইনাবেল করে নিন।তারপর কাস্টমস রোবটস ট্যাগ এর জায়গায় নিচের লিখাগুলো কপি করে বসিয়ে দিন।

User-agent: *
Disallow: /search
Allow: /

Sitemap: https://icheguri12.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500


এখানে ইচ্ছঘুড়ির জায়গায় আপনার সাইটের ডোমেইন নাম দিয়ে দিবেন।আর বাকিটা যেমন আছে তেমন থাকবে। 


এবার চলুন জেনে নেই এস ই ও কি?এস এর মানে হলো সার্চ ই এর মানে ইঞ্জিন আর ও এর মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আশাকরি বুঝে গেছেন এস ই ও  কি।

আর আমরা এস ই ও এর কাজ অনেকটাই করে ফেলেছি।বাকি যা রয়েছে তা করবো এবার।
চলুন এবার সার্চ কনসাল এ সাইট সাবমিট করি।

সার্চ কনসাল এ সাইট সাবমিট করার জন্য সর্ব প্রথম এ সার্চ কনসাল এ ক্লিক করতে হবে।দেখুন নিচের ছবিতে মার্ক করা আছে গুগল সার্চ কনসাল এটাতে ক্লিক করুন।
গুগল সার্চ কনসাল 

এটাতে আমাদের কাজ হলো এখানে আমাদের সাইট সাবমিট করতে হবে।আর অর্গানিক ভিজিটর পেতে হলে এবং গুগল এ আমাদের আর্টিকেল শো করাতে চাইলে এই কাজটা আমাদের করতেই হবে।
ক্লিক করার পর এইরকম আসবে। মার্ককরা লিখাটাতে ক্লিক করুন। 


এখানে মার্ককরা জায়গায়  https://www.______.blogspot.com খালি জায়গায় আপনার ইউ আর এল লিখে কন্টিনিউ এ ক্লিক করে দিন। তারপর দেখাবে আপনার সাইট টি অটো ভেরিফাই হয়ে গেছে।তারপর ডান এ ক্লিক করে দিন।


তারপর উপরের ছবির মত আসবে। গট ইট এ ক্লিক করে দিন।এবং উপরে মার্ক করা তিনটা টানের মত সেটাতে ক্লিক করুন।
তারপর উপরের ছবির মত সেটিং অপশন দেখে পাবেন।সেটাতে ক্লিক করুন। 
তারপর উপরের ছবিতে দেখুন এইচ টি এম এল ফাইল এটার নিচেই থাকবে এইচ টি এম এল ট্যাগ সেটাতে ক্লিক করুন। 
তারপর উপরের ছবির মত আসবে। এখানে কপি লিখাটাতে ক্লিক করে দিন।এবং ভেরিফাই লিখাটাতে ক্লিক করুন ভেরিফাই হয়ে যাবে।

এবার চলে আসুন থিম অপশন এ 
থিম  অপশন
এবং সেটাতে ক্লিক করুন। তারপর নিচের ছবির মত আসবে। 
ছবিতে দেখানো আইকন এ ক্লিক করুন।
এবার এডিট এইচ টি এম এল এ ক্লিক করুন।তারপর নিচের ছবিতে দেখানো head এর পরে কপি করা সেই কোড টা পেস্ট করে দিন।এবং সেভ করে দিন।

এবার যদি না পারেন কিভাবে হেড পর কোড বসাবেব তবে আমি ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি এতে করে খুব সহজেই বুঝতে পারবেন।নিচের ছবি দেখুন
কোড  বসানো
হেড এর নিচে আমি টান দিয়ে রেখেছি সেখানে কোড পেস্ট করে দিন।

তারপর সাইডে তিনটা ডট দেখুন সেটাতে ক্লিক করতেই সেভ অপশন পেয়ে যাবেন।ঠিক ছবিতে যেমন।তারপর সেভ করে দিন।ব্যস হয়ে গেলো আপনার সাইট সার্চ কনসোল এ সাবমিট করা।

এবার আসি সাইম্যাপ কিভাবে সেট করবো।সার্চ কনসোল এ চলে যান।সেখানে তিনটা টানের মত থাকে সেটাতে ক্লিক করলেই আপনি সাইটম্যাপ অপশন পেয়ে যাবেন।সেটাতে ক্লিক করে লিখে দিন  https://www.আপনার ডোমেইন না.blogspot.com/sitemap.xml 
লিখে সাবমিট করে দিন।আপনার সাইট সাবমিট হয়ে যাবে।

হয়ে গেলো সাইটম্যাপ সাবমিট করা। আজ এই পর্যন্তই।পরের পর্বে আমরা শিখবো কিভাবে পোস্ট ইনডেক্স করতে হয়।এবং মেটা ট্যাগ কোড  কিভাবে সেট করতে হয়।

Post a Comment

0 Comments