গোলাপের পাপড়ির মতো সুন্দর ঠোঁট পান এই ঘরোয়া উপায়ে।

গোলাপি ঠোঁট 


 গোলাপি ঠোঁট কার না ভালো লাগে।ঠোঁট আপনার সুন্দরতার একটা পার্ট,সেই ঠোঁট যদি গোলাপি থাকে দেখতে খুব সুন্দর লাগে।আর যদি কালো থাকে তবে খুব বাজে লাগে।আজকের আর্টিকেল এ আমরা জানবো কিভাবে আপনার ঠোটকে গোলাপের পাপড়ির মত সুন্দর করে তুলতে পারবেন তাও আবার ঘরোয়া উপায়ে তার ব্যাপারে। 

ঘরোয়া ভাবে ঠোঁট গোলাপি করার উপায় 

নিমোক্ত উপায়ে আপনি আপনার কালচে লিপকে গোলাপি করতে পারবেন।

১|হলুদ

হলুদ দিয়ে আপনি আপনার ঠোঁট গোলাপি করতে পারবেন। আধা চা চামচ হলুদের সাথে আধা চা চামচ দুধ মিশয়ে পেস্ট করে নিন।সেটা নিয়মিত ঠোঁটে মালিশ করুন আপনার ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে এবং ঠোঁট গোলাপি হয়ে যাবে।

২|লেবু

লেবু ঠোঁটের কালচে ভাব দূর করে।লেবুতে রয়েছে প্রাকৃতিক বিচিং যা ঠোঁটের কালচে ভাব দূর করতে সহায়তা করে।রোজ লেবু ঘসান ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে আর ঠোঁট গোলাপি হয়ে যাবে। 

৩|বিটরুট

বিটরুট ঠোঁটে মালিশ করে ১০ মিনিট অপেক্ষা করুন।শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। কিছুদিন এভাবে করতে থাকুন,এতে ভালো ফলাফল পাবেন।

৪|জলপাইয়ের তেল।

জলপাই এর তেল রাতে ঘুমানোর আগে ঠোঁটে লাগিয়ে রাখুন,এটা আপনার ঠোটকে কোমল আর মসৃন করবে এবং ঠোঁটের রঙ গোলাপি করবে।

৫|চিনি

চিনির দানা এক চামচ মাখনের সাথে মিশিয়ে দিনে কয়েকবার ঠোঁটে লাগান,ফলাফল নিজেই টের পাবেন।

৬|অ্যালোভেরা 

অ্যালোভেরা ত্বকের মেলানিন কমায়।ঠোঁটের মাঝে অ্যালোভেরা মালিশ করুন আপনার ঠোঁট এ বিরাট পরিবর্তন পাবেন। 

৭|নারিকেল তেল

ঠোঁটের কালচে ভাব দূর করার জন্য সবচেয়ে সহজ এবং সস্তা উপায় হলো নারিকেল তেল।নারিকেল তেল রাতে লাগিয়ে রাখুন সকালে ধুয়ে ফেলুন কালচে ভাব দূর হয়ে যাবে।

৮|গোলাপ জল

আধা চা চামচ গোলাপ জলের সাথে মধু মিশিয়ে দিনে দুবার ব্যবহার করুন আপনার ঠোঁটের পরিবর্তন আপনি নিজেই টের পাবেন।

এই ছিলো আমার আজকের আয়োজন। আজ এই পর্যন্তই।

ভালো থাকুন সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments