কখন গুগল এডসেন্স এর জন্য আবেদন করা উচিত এবং পোস্ট কিভাবে ইনডেক্স এর জন্য আবেদন করবেন।মোবাইল দিয়ে ব্লগ সাইট খোলা এ টু জেট-পার্ট -৬


 একটা ব্লগ সাইট আমারা বানাই মুলত ইনকাম করার জন্য। তো একটা সাইট খোলার পর ই আমাদের মাথায় আসে আমরা কখন ইনকাম করতে পারবো বা এডসেন্স এর জন্য আবেদন করবো।

আগের ৫ টা আর্টিকেল এ আমরা একটা ওয়েব সাইট খোলার এ টু জেট জেনেছি আজ জানবো কখন এডসেন্স এর জন্য আবেদন করবো সেই ব্যাপারে। এবং আর্টিকেল কিভাবে ইনডেক্স এর জন্য আবেদন করবো ক ব্যাপারে। 

আরও পড়ুন ঃমোবাইল দিয়ে ব্লগ সাইট খোলা বা বানানো এ টু জেট পার্ট -১।

ব্যাকলিংক কিভাবে বানায়? ব্লগে ছবি কিভাবে যোগ করে। মোবাইল দিয়ে ব্লগিং সাইট খোলা। পার্ট-২

উল্লেখ্য আর্টিকেল ইনডেক্স করা এস ই ও  এর ই একটা পার্ট যার মাধ্যমে পোস্ট ইনডেক্স করা যায় আর পোস্ট ইনডেক্স হলেই সেটা গুগল  সার্চ করলে সহজেই পাওয়া যায়।আর এটা আগের পর্ব গুলো তে লিখতে আমি ভুলে গিয়েছিলাম সেটাই আমি এখানে বুঝিয়ে দিবো।

★কখন এডসেন্স এর জন্য আবেদন করবো বা করা উচিত? 

আপনার সাইট যদি নিদিষ্ট নিশ নিয়ে লিখা থাকে তবে  ৬০০ ওয়ার্ড দ্বারা লিখা ২০ টা পোস্ট হলেই আবেদন করতে পারবেন।

কিন্তু আপনার সাইট যদি মাল্টিনিশ রিলেটেড হয় তবে অবশ্যই ৫০ টা আর্টিকেল লিখার পর আবেদন করার চেষ্টা করবেন।

আপনার প্রত্যেকটা ক্যাটাগরিতে নুন্যতম দুটো করে আর্টিকেল রাখার চেষ্টা করবেন।তবে মাল্টিপল সাইট হলে সকল ক্যাটাগরিতে নুন্যতম ৫টা করে আর্টিকেল রাখার চেষ্টা করবেন। 

আপনার সকল পোস্ট এ অবশ্যই ছবি রাখবেন।এবং সকল ছবির নিচে ট্যাগ ব্যবহার করবেন।

আপনার সাইট এ অবশ্যই কন্টাক্ট আজ, এবাউট আজ,প্রাইভেসি পলেসি এই তিনটা পেইজ অবশ্যই থাকতে হবে।যদি না থাকে তবে অবশ্যই বানিয়ে নিবেন।আর যদি বানাতে না পারেন তবে আমার আগের আর্টিকেল দেখুন যেখানে আমি খুব সুন্দর করে বুজিয়ে লিখেছি কিভাবে পেজ বানাবেন এবং সেভ করবেন সেই ব্যাপারে। 

অবশ্যই আপনার সাইট সার্চ কনসোল এ সাবমিট থাকতে হবে এবং সাইট এ সাইটম্যাপ থাকতে হবে।

আপনার পোস্ট এ ব্যাংকলিংক থাকতে হবে। ব্যাকলিংক থাকলে পোস্ট তাড়াতাড়ি ইনডেক্স হয় এবং সেই সাইট তাড়াতাড়ি এডসেন্স পায়।

অবশ্যই একটা টপ ডোমেইন ব্যবহার করার চেষ্টা করবেন।

আপনার সাইট এ ভালো পরিমাণ এর ভিজিটর আসার পরই আপনার সাইট এ এডসেন্স এর জন্য আবেদন করবেন। এতে করে খুব তাড়াতাড়ি এডসেন্স পেয়ে যাবেন।

আপনার ডোমেইন এর বয়স অবশ্যই একমাসের বেশি হতে হবে।তবে ছয় মাস বা তিন মাস হলে ভালো হয়।

এস ই একটা খুব ভালো করেকরবেন।তাহলে বেশি ভিজিটর আসবে।আর বেশি ভিজিটর থাকা সাইটগুলো তাড়াতাড়ি এডসেন্স পায়। 

গেস্ট পোস্ট অবশ্যই করবেন।তাহলে আপনার সাইট এডসেন্স তারাতাড়ি পাবেন।

উপরোক্ত কাজগুলো যদি আপনার সাকসেস ভাবে করা হয়ে থাকে তবে এডসেন্স এর জন্য আবেদন করতে পারেন।মানে আপনার সাইট এডসেন্স এর আবেদন করার উপযুক্ত বলে ভেবে নিতে পারেন।

★এবার আসি পোস্ট কিভাবে ইনডেক্স করবেন সেই ব্যাপার টা নিয়ে।

পোস্ট ইনডেক্স হওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনার পোস্ট যখন সার্চ কনসোল এ ইনডেক্স হয়ে যাবে তখন গুগল খুব সহজেই আপনার আর্টিকেল টি খোঁজে পাবে।

সোজা কথা হলো কেউ যখন আপনার লিখা আর্টিকেল গুগল এ সার্চ দিবে তপখন গুগল খুব সহজেই আপনার আর্টিকেল টি খোঁজে পাবে এবং তাদের সামনে শো করবে।এবং আপনি অর্গানিক ভিজিটর পেয়ে যাবেন।

আর আপনি তো খুব ভালো করেই জানেন একটা সাইট এর জন্য অর্গানিক ভিজিটর কতটা গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনার পোস্ট ইনডেক্স করতে হবে।

তাহলে চলুন জেনে নেই কিভাবে আপনার পোস্ট সার্চ কনসাল এ ইনডেক্স করবেন।উল্লেখ্য আপনার পোস্ট যখন ইনডেক্স হয়ে যাবে তখন সেটা সাইটম্যাপ এ সাকসেস দেখাবে না হলে দেখাবে না।

প্রথমেই আপনাকে যেই আর্টিকেল টা ইনডেক্স করতে চান সেটা কপি করে নিবেন।আপনারা অবশ্যই জানেন কিভাবে কপি করতে হয়।

কপি করার পর সেটিং এ গিয়ে সার্চ কনসোল এ চলে যাবেন।সেখানে গিয়ে নিচের ছবির লিঙ্ক আসবে।

সার্চ আইকন

সার্চ আইকন টাতে ক্লিক করবেন।এবং inspect নামক লিখা আসবে ঠিক নিচের ছবির  এর মত।সেখানে আপনি আপনার কপি করা আর্টিকেল টা পেস্ট করে দিয়ে গো তে ক্লিক করুন।


তারপর নিচের ছবির মত আসবে 

তারপর কিছুক্ষন পর নিচের ছবির মত আসবে 
তারপর রিকোয়েস্ট ইনডেক্স এ ক্লিক করে দিন। তারপর যদি ক্যাপচা আসে পুরুন করে ভেরিফাই এ ক্লিক করে দিন।

তবে কখনো ক্যাপচা আসে কখনো আসেনা যদি আসে পুরুন করে দিবেন আর যদি না আসে তাহলে তো কথাই নেই।তারপর নিচের ছবির মত আসেবে।সেটাতে গট ইট এ ক্লিক করে দিন।

ব্যাস হয়ে গেলো আপনার পোস্ট ইনডেক্স এর জন্য আবেদন করা।তারপর আপনার পোস্ট ১৫ মিনিট বা এক দিনের মাঝেই ইনডেক্স হয়ে যাবে ইনশাআল্লাহ। 

আজ এই পর্যন্তই ভালো থাকুন,সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments