ব্লগিং কি? ব্লগ সাইট কিভাবে খোলে? ব্লগার ভালো নাকি ওয়ার্ডপ্রেস ভালো?ফ্রী ব্লগার সাইট কিভাবে খোলে? ব্লগিং করে কি ইনকাম করা যায়?


 ব্লগিং দিন দিন জনপ্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে।আধুনিকতার এই যুগে কম বেশি সবার হাতেই রয়েছে ফোন।আর তার মাঝে অন্যতম হলো অনলাইন ইনকাম।ব্লগিং হলো অনলাইনে ইনকাম করার একটা মাধ্যম। 

কিন্তু আপনি যদি নাই জানেন,আসলে ব্লগিং কি?কিভাবে ব্লগিং করে ইত্যাদি বিষয়ে তাহলে তো ইনকাম করাই যাবেনা তাইনা।তাই আমরা আমার আজকের আর্টিকেল এই ব্যাপারে বিস্তারিত জানবো।

আরও পড়ুন ঃ  ব্লগ সাইট এ ভিজিটর আনার জন্য নতুন ব্লগারদের যা অবশ্যই জানা উচিত

ব্লগিং কি?

আমরা রোজ গুগলে সার্চ দেই নানা বিষয় জানার ব্যাপারে, তখন আমরা আমাদের কাংখিত উত্তর দেখতে পাই বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে। এই সাইটগুলোর মাধ্যমে আমরা আমাদের কাংখিত উত্তর পাই, এই সাইট গুলোর লিখার কারা লিখে?রোবট কি লিখে? 

না রোবট লিখে না,এসব আপনার আমার মত সাধারণ মানুষই লিখে।যারা এগুলো লিখে তাদেরকে ব্লগার বলা হয়।সাইটগুলোকে ব্লগ সাইট বলা হয়।পুরো প্রসেস টাকে ব্লগিং বলা হয়।

ব্লগ হলো ডায়েরির মত,দিনলিপি বলা চলে।আমরা যেমন আমাদের ডাইরি লিখি রোজ ব্লগ ঠিক  সেইরকম। তবে ডাইরি কেউ দেখেনা ব্লগং সবাই দেখে।ডাইরি লিখে ইনকাম করা যায়না ব্লগিং লিখে করা যায়।আর ডাইরি যা ইচ্ছে নিয়ে লিখা যায় তবে ব্লগ যা ইচ্ছে নিয়ে লিখা গেলেও নিদিষ্ট নিশ নিয়ে লিখলে ভালো হয়।

আশাকরি বুঝতে পেরেছেন ব্লগিং কি,বা ব্লগ সাইট কি এই সম্পর্কে।। 

ব্লগ সাইট কিভাবে খোলে? 

ব্লগিং করার জন্য সাইট খোলা খুব দরকার। কারন সাইট ছাড়া আপনি লিখবেন কোথায়।তাহলে চলুন জেনে নেই কিভাবে সাইট খুলবেন সেই ব্যাপারে।

ব্লগ সাইট খোলার জন্য উত্তম হলো ব্লগার ডট কম এবং ওয়ার্ডপ্রেস । দুটোর মাধ্যমেই আপনি ব্লগ সাইট খুলতে পারবেন।তবে হ্যাঁ এসবে সফল হতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের কনটেন্ট লিখতে হবে।

ওয়ার্ডপ্রেস ভালো নাকি ব্লগার ভালো? 

ওয়ার্ডপ্রেস এবং ব্লগার দুটোই ভালো ব্লগিং করার জন্য।তবে ব্লগার দিয়ে সাইট খোললে আপনাকে হোস্টিং কিনতে হবেনা শুধু ডোমেইন কিনলেই হবে। কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে ডোমেইন এবং হোস্টিং দুটোই কিনতে হবে।আপনার নিজের যা ভালো লাগবে আপনি তা দিয়েই ব্লগিং ক্যারিয়ার শুরু করতে পারবেন। আমি নিজে ব্লগার দিয়ে সাইট খুলেছি আপনার নিজের ইচ্ছে আপনি কি দিয়ে আপনার ব্লগিং ক্যারিয়ার শুরু করতে চান।


ফ্রী ব্লগার সাইট কিভাবে খোলে? 

ফ্রী ব্লগার সাইট খোলার জন্য আপনাকে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে।তারপর ফোনের ডেক্সটপ মুড অন করে নিতে হবে। তারপর blogger.com লিখে সার্চ করতে হবে।তারপর ব্লগারের ড্যাশবোর্ড চলে আসবে।সেখানে স্টার্ট এ ক্লিক করতে হবে।

তারপর টাইটেল চাইবে,সেখানে আপনার ব্লগের সুন্দর একটা নাম দিয়ে দিবেন।তারপর ইউ আর এল চাইবে,সেখানে আপনি আপনার সাইটের ডোমেইন নেইম দিয়ে দিবেন। যেমনঃicheguri.blogspot.com এখানে ইচ্ছেঘুড়ির জায়গায় আপনার ডোমেইন নেইম দিন।এটা অবলেবল হলে সেভ করে নিন।

তারপর ডিসপ্লে নেম এ আপনার নাম বা আপনার সাইটের নাম দিয়ে দিন।সেভ এ ক্লিক করলেই হয়ে যায় খুব সুন্দর একটা ফ্রী ব্লগার সাইট সাইট।

ব্লগিং করে কি ইনকাম করা যায়? 

হ্যাঁ, করা যায়।এমনো ব্লগার আছে যারা তাদের সংসার চালায় এই ব্লগিং করে।এমন অনেক ব্লগার আছে যারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে ব্লগ লিখে।

আপনি যদি লিখায় ভালো হন।তাহলে ব্লগিং আপনার জন্য সেরা মাধ্যম হবে।যেহেতু আপনি এই ব্যাপারে জানতে চেয়েছেন তাই আমি ধরে নিয়েছি আপনি ব্লগিং ক্যারিয়ার শুরু করতে চলেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

ভালো থাকুন সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। 




Post a Comment

1 Comments