নতুন ব্লগারদের বেশি ভিজিটর আনার জন্য যা অবশ্যই করা উচিত।

নতুন ব্লগারদের ভিজিটর আনার জন্য যা অবশ্যই করা উচিত 

 ব্লগ সাইট খোলার পর সাথে সাথেই কিন্তু আপনার সাইট এ ভিজিটর পাবেন না।আস্তে আস্তেই আপনার সাইট এ ভিজিটর আসবে।

আজকের আর্টিকেল এ চলুন জেনে নেই, ভিজিটর আনার জন্য নতুন ব্লগারদের যা অবশ্যই জানা উচিত তার সম্পর্কে বলি।

আরও পড়ুন ঃঃব্লগিং কি?ব্লগ সাইট কিভাবে খোলে? ব্লগার ভালো নাকি ওয়ার্ডপ্রেস ভালো? ব্লগিং থেকে কি ইনকাম করা যায়? 

★ব্লগ সাইট খোলার পর আপনি যেই থিমটা ব্যবহার করবেন সেটা জেনো অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হয়।কারন আধুনিকতার যুগে আপনার অধিকাংশ ভিজিটর কিন্তু আপনি মোবাইল ফোন থেকেই পাবেন।তাই মোবাইল ফ্রেন্ডলি থিম সিলেক্ট করবেন। 

★ভালো করে অফ লাইন এবং অনলাইন এস ই ও করবেন।এস ই ও ছাড়া আপনার সাইট র‍্যাংক করা দুষ্কর। 

★মেটা ট্যাগ এবং কাস্টম রোবট ট্যাগ অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন।

★আপনার সাইট অবশ্যই গুগল সার্চ কনসোল এ সাবমিট করবেন।

★সাইটম্যাপ সেট করবেন এবং সকল পোস্ট ইনডেক্স এর জন্য আবেদন করবেন।

★সেটিং এ গিয়ে রিচার এ গিয়ে অবশ্যই রিডার পাবলিক করে দিবেন।

★সাইটে অবশ্যই, এভাউট মি,কন্টাক্ট আছ,প্রাইবেসি পলিসি এই তিনটা পেজ অবশ্যই অবশ্যই ওপেন করবেন।আরো বেশি করলে ভালো তবে এই তিনটা অবশ্যই করবেন।

★আপনার পোস্ট এ অবশ্যই ব্যাকলিংক করবেন।তবে একটা পোস্ট এ অতিরিক্ত ব্যাকলিংক করবেন না।তাহলে ভিজিটর রা আপনার আর্টিকেল পছন্দ করবেনা।এবং ছেড়ে যাবে আপনার আর্টিকেল। 

★অন্যের পোস্ট কপি করবেন না।নিজে থেকে লিখবেন।অন্যের পোস্ট কপি করে লিখলে আপনি মনিটাইজেশন পাবেন না।

★অন্যের পোস্টে অবশ্যই আপনার পোস্ট রিলেটেড কমেন্ট করবেন।

★গেস্ট পোস্ট করবেন।এতে করে যার সাইট এ আপনি পোস্ট করছেন তার ভিজিটর গুলো ও আপনি পেয়ে যেতে পারেন।কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় তাই অবশ্যই গেস্ট পোস্ট করবেন।

★আপনার পোস্ট গুলো সোসাল সাইটে শেয়ার করবেন।এতে করে ভিজিটর বাড়বে।

★আপনার সাইটের থিমটা সুন্দর করে সাজিয়ে নিবেন।

★ব্লগিং এর জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আপনার কনটেন্ট। অবশ্যই ইউনিক কনটেন্ট করবেন।

এখন মাথায় আসতে পারে ইউনিক কনটেন্ট কি?আমি যা নিয়ে লিখি তা নিয়ে তো অনেক পোস্ট আছে তাহলে আমার পোস্ট ইউনিক হবে কি করে?

আপনার কথার যুক্তি আছে,কিন্তু কথা হলো গিয়ে সেই বিষয়ে যতই পোষণ থাকুক আপনার লিখার মত তো আর কারো লিখা হবেনা।মোটকথা অন্যের পোস্ট কপি না করে নিজে থেকে যা লিখবেন সেটাই হবে আপনার লিখা ইউনিক পোস্ট। 

★৬০০ ওয়ার্ডের ওপরে কনটেন্ট লিখার চেস্টা করবেন।কারন গুগল লম্বা আর্টিকেল গুলো খুব পছন্দ করে এবং সেগুলো তাড়াতাড়ি গুগলে র‍্যাংক করে।

★আর্টিকেল লিখার আগে অবশ্যই যা নিয়ে লিখবেন তা নিয়ে আরো আর্টিকেল পড়ে জ্ঞান অর্জন করে তারপরে লিখবেন।

এখন কথা আসতেই পারে আমিতো পারি তবে অন্যের টা দেখবো কেনো?আপনি যখন অন্যের পোস্ট দেখবেন তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন্যার ফলে আপনার লিখা আর্টিকেল আরও বেশি সুন্দর হবে।

আর গুগল ও বুঝতে পারবে আপনি আপনার আর্টিকেল লিখার আগে যথেষ্ট পরিশ্রম করে লিখেছেন।এতে করে পোস্ট র‍্যাংক করার সম্ভাবনা বেড়ে যায়।

★রোজ আর্টিকেল লিখলে খুব ভালো, তবে যদি রোজ না লিখতে পারেন তবে অবশ্যই সপ্তাহে তিনটি আর্টিকেল অবশ্যই পাবলিশ করার চেষ্টা করবেন।

★সাইট খোলার সাথে সাথেই কিন্তু ভিজিটর আসেনা।তাই সময় নিয়ে লিখতে থাকুন দেখবেন আপনার ভিজিটর আস্তে আস্তেই আসবে।

★আপনার সাইট অবশ্যই গুগল নিউজ পাবলিশারে সাবমিট করে নিবেন এতে করে আপনার পোস্ট দ্রুত ইনডেক্স হবে এবং ভিজিটর বাড়বে।

★প্রথমেই আপনি সাইট থেকে ইনকামের চিন্তা করবেন না।মিনিমাম এক মাস পর ইনকামের কথা মাথায় আনবেন।৩০ থেকে ৪০ টা পোস্ট লিখার পর।

★অবশ্যই আপনি একটা টপ ডোমেইন ব্যবহার করবেন।সাইটের ভিজিটর এর জন্য টপ লেভেলের ডোমেইন অনেক বড় অবধান রাখে।

★অবশ্যই সকল আর্টিকেল এ ছবি যুক্ত করবেন।এবং ছবির নিচে টাইটেল যুক্ত করবেন।টাইটেল যুক্ত করলে গুগল খুব সহজেই আপনার আর্টিকেল খোঁজে পাবে যার ফলে আপনার ভিজিটর বেড়ে যাবে।

আজ এই পর্যন্তই।ভালো থাকুন সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির  সাথেই থাকুন। 

আল্লাহ হাফেজ। 

Post a Comment

2 Comments

  1. Replies
    1. ধন্যবাদ আপনাকে। ভালো থাকউন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।

      Delete