ব্লগ সাইটের এস ই ও এবং মেটা ট্যাগ। মোবাইল দিয়ে ব্লগিং সাইট খোলা এ টু জেট -পার্ট -৫


 মোবাইল দিয়ে ব্লগার সাইট খোলার অনেক কিছুই আমরা শিখে গেছি আগের চারটি আর্টিকেল এ।আজ আমরা জানবো কিভাবে মেটা ট্যাগ ব্যবহার করতে হয়।

অর্গানিক ভিজিটর আনার জন্য মেটা ট্যাগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা ব্লগ সাইটের প্রান ই হলো অর্গানিক ভিজিটর। ভিজিটর ছাড়া আপনি কোন ইনকাম করতে পারবেন না।

আর আপনি যদি ঠিকঠাক মেটা ট্যাগ ব্যবহার করতে না পারেন তবে অর্গানিক ভিজিটর পাবেন না।

তাহলে চলুন কিভাবে মেটা ট্যাগ ব্যবহার করবেন সেই ব্যাপারে জেনে নেই।আমরা আগের আর্টিকেল এ দেখেছি সাইট এ কাস্টম রোবট ট্যাগ এবং অন্যান্য ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়।এবং তা আমরা সেট করেছি তাছাড়া সার্চ কনসাল এ সাইট সাবমিট করেছি।

আরও পড়ুন ঃঃকিভাবে বুঝবেন আপনার সাইট টি ইনডেক্স হয়েছি কিংবা হয়নি?

এবং সাইটম্যাপ সাবমিট করেছি।অর্গানিক ভিজিটর পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মেটা ট্যাগ ব্যবহার করা।

এখন যারা না বুঝে তারা বলতেই পারেন মেটা ট্যাগ কোথায় ব্যবহার করবো?নিচে দেখুন আমি ইংলিশ এ একটা কোড লিখেছি।সেটা পুরো টা কপি করুন।তারপর থিম এ গিয়ে এইচ টি এম এল ইডিট সিলেক্ট করুন।

এবং সেখানে ডুকে কপি করা আর্টিকেল হেড এর পরে বসিয়ে দিন।এবং সেভ করে নিবেন।তবে এখানেও কিছু কাজ রয়েছে যা আমি আপনাদের বুঝিয়ে বলছি।

<meta name="description" content="(,আপনার সাইটের বিবরন)"/>

  <meta name="keywords" content="HTML,CSS,XML,JavaScript"/>

  <meta name="author" content="(আপনার নাম)"/>

  <meta name="language" content="EN"/>

  <meta name="owner" content=""/>

  <meta name="distribution" content="Global"/>

  <meta name="topic" content="(,কোন বিষয় এ আপনার ব্লগ) "/>

  <meta name="url" content="http://www.(আপনার সাইটের নাম).com"/>


উপরের লিখাটা পুরো টা কপি করে হেড পরে পেস্ট করবেন।এখানে ডেস্কিপশন এ আপনার ব্লগ যেই বিষয় এ সেটা লিখবেন।অনথর এর জায়গায় আপনার নাম লিখবেন।টপিক এর জায়গায় আপনার ব্লগ এর বিষয় লিখবেন। ইউ আর এল এর জায়গায় আপনার সাইটের ইউ আর এল দিয়ে দিবেন এবং সেভ করে নিবেন।


আর বাকি যেগুলো যেমন আছে আছে তেমনি রেখে দিবেন।এবং যারা আমার আগের চারটি আর্টিকেল পড়েছেন তারা অবশ্যই জেনে গেছেন যে হেড এর পর লিখা কিভাবে পেস্ট করে সেভ করতে হয়।আর যারা জানেন না তারা অবশ্যই আগের আর্টিকেল পড়ে জেনে নিতে পারেন। 


মনে রাখবেন এই সেটিং আপনার সাইটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এই কাজটা অবশ্যই করবেন।আর বেশি বেশি ভিজিটর আসলেই আপনি এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারবেন। 


মানে যেই ইনকাম এর জন্য আমাদের এত কষ্ট সেই কাজটা করতে পারবেন।আজ এই পর্যন্তই।ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। 

আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments