চাউলের পোকা দূর করার কার্যকরী উপায়।

 


চাউল অন্যান্য খাবার জিনিসের তুলনায় অনেক বেশি লাগে।আর চাল আমাদের রোজ লাগে।তাই রোজ রোজ অল্প চাল কিনে ভাত রান্না করা সম্ভব না। তাই সবাই অনেক চাউল ওকসাথে কিনে থাকি।

কিন্তু সমস্যা হলো একসাথে অনেক চাউল কিনার ফলে চাউলে পোকা হয়ে যায়।অনেক সময় ভালো ভাবে না রাখতে পারলে চাউল নষ্ট ও হয়ে যায়।

চলুম জেনে নেই কিভাবে চাউল ভালো রাখবেন।আর পোকামুক্ত রাখবেন।আর যদি পোকা হয়েও যায় তা থেকে কিভাবে পোকা একেবারে দূর করতে পারবেন তার ব্যাপারে।

চাউল ভালো রাখার উপায়

চাউল অবশ্যই বাতাস ডুকতে পারবেনা এমন পাত্রে রাখতে হবে।কারন বাতাসে চাউল নষ্ট হয়ে যায়।

আপনি চাউল প্লাস্টিকের বস্তায় ভরে রাখতে পারেন।এতে বাতাস ডুকবেনা তাই চাউল নষ্ট ও হবেনা।আর পোকা ও হবেনা।

চাউলের পোকা দূর করার উপায় 

 চাউলের পোকা দূর করতে এয়ারট্রেট কন্টিনারে চাউল রাখবেন।ঢাকনাযুক্ত পাত্রে। 

তারপর ও যদি চাউলে পোকা হয়ে যায় নিম পাতা চাউলে দিয়ে রাখবেন।এতে করে চাউলের পোকা দূর হয়ে যাবে।

আপনি চাইলে নিম পাতা না থাকলে তেজপাতা দিয়ে রাখতে পারেন।এতে করেও চাউলের পোকা দূর হয়ে যাবে।আর তেজপাতা সব ঘরেই থাকে অবশ্যই। 

রোধে শুকালেও চাইলের পোকা মরে যায় কিন্তু এতে সমস্যা হলো ভাত ভালো হয়না।সেই চাউল দিয়ে ভাত রান্না করলে খেতে ভালো লাগেনা। তাই চাউল সরাসরি রোধে না দিয়ে কৌটা সমেত রোধে দিলে পোকা মরে যাবে।

চাউল কৌটায় করে ফ্রিজে রাখলেও চাউলের পোকা মরে যাবে।

তাছাড়া চাউল যেই পাত্রে রাখবেন তা অবশ্যই পরিষ্কার জেনো হয়।আর স্যতসেতে জায়গায় চাউল রাখবেন না।

এভাবে আপনি আপনার চাউলের পোকা দূর করতে পারবেন।

আজ এই পর্যন্তই।ভালো থাকুন সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। 

আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments