খুশকি দূর করার ঘরোয়া সমাধান।

 


শীত আসলে খুশকির প্রকোব প্রবল হারে বেড়ে যায়।তাই নিতে হয় বেশি বেশি যত্ন।অনেকে পেরেশান হয়ে যাই কিভাবে দূর করবো এই খুশকি।

আজকের আর্টিকেল এ আমি আলোচনা করবো কিভাবে আপনি ঘরোয়া ভাবেই দূর করতে পারবেন খুশকি।তাহলে চলুন জেনে নেই ঘরোয়া উপায়ে খুশকির সমাধান--

  1. খুশকির সমস্যা দূর করতে আপনি আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন।যতটুকু ভিনেগার নিবেন ঠিক ততটুকু পানি নিয়ে মাথায় ঘসে লাগিয়ে নিন।পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন।সপ্তাহে দু বারের বেশি এটা ব্যবহার করবেননা।খুশকি চলে যাবে।
  2. নারিকেল তেল ও লেবু খুশকি দূর করতে অনেক কাজে লাগে।দুই টেবিল চামচ নারিকেল তেল ও দুই টেবিল চামচ লেবুর রস মাথায় মালিশ করুন।তারপর শেম্পু দিয়ে ধুয়ে ফেলুন।তবে যাদের মাথার ত্বক সংবেদনশীল তাদের লেবু ব্যবহারে সতর্ক হতে হবে।
  3. খুশকি কমাতে গ্রিন ট্রি ও খুব কার্যকরী। এক কাপ গরম পানিতে দুটো টি ব্যাগ ডুবিয়ে রাখুন।ঠান্ডা হয়ে গেলে মাথায় লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন।এরপর চুল ধুয়ে নিন।
  4. নিম পাতা ও অলিভ অয়েল ব্যবহার করুন।নিম পাতা নিন ১২ টি অলিভ অয়েল চার টেবিল চামচ।পানি ছাড়া নিম পাতা গুড়ো করে নিন।তারপর গুড়োর সাথে অলিভ অয়েল মিশান।।এরপর এটা মাথায় লাগান।এক ঘন্টা পর মাথা ধুয়ে ফেলুন অবশ্যই শেম্পু করার পর কন্ডিশনাল ব্যবহার করবেন।এভাবে সপ্তাহে তিনবার ব্যবহার করুন ১৫ দিনেই খুশকি দূর হয়ে যাবে।
  5. নিমপাতা নিন ১৫ টা।ফুটিয়ে নিন৩০ মিনিট।  তারপর এটা দিয়ে পেস্ট বানান তারপর মাথায় লাগিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করুন।রোজ গোসলের আগে এটা ব্যবহার করুন খুশকি চলে যাবে।মনে রাখবেন নিম পাতা লাগালে হালকা চুলকানি হতে পারে এতে ভয়ের কিছুইনেই।
  6. এক বাটি টক দই আর অর্ধেক পানি লেবুর রস নিয়ে মিশিয়ে মাথায় লাগান।তারপর তিরিশ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন।অবশ্যই শেম্পু করবেন নয়তো দইয়ের গন্ধ থেকে যাবে।এভাবে সপ্তাহে চারদিন গোসলের আগে লাগান খুশকি চলে যাবে। 
  7. মেথি নিন।সারারাত পানিতে ভিঝিয়ে রাখুন,তারপর সকালে পানি ছেকে বা পানিসমেত মেথি ব্লেন্ড করে নিন।তারপর এটা মাথায় লাগান।শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।কিন্তু শেম্পু ব্যবহার করবেন না ভুলেও।শেম্পু ব্যবহার করলে মেথির গুনাগুন নষ্ট হয়ে যাবে আর কাজ করবেনা।এটা রোজ গোসলের আগে লাগান।
আজ এই পর্যন্ত ই।ভালো থাকুন সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। 
আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments