কাপড়ের রঙ ঠিক রাখার উপায়।


 কাপড় বার বার ধুয়ার ফলে কাপড়ের রঙ নষ্ট হয়ে যায়।কাপড় উজ্জ্বলতা হারায়।

যা সুন্দর কাপড়কেও অসুন্দর করে তুলে। এক কাপড় থেকে আরেক কাপড়েও রঙ লেগে লষ্ট হয়ে যায়।তাহলে এসব থেকে মুক্তির উপায় কি নেই?

কে বলেছে নেই অবশ্যই আছে আমার আজকের আর্টিকেল কিন্তু তা নিয়েই তাহলে চলুন জেনে নেই কাপড়ের রঙ কিভাবে ঠিক রাখবেন।

কাপড়ের রঙ ঠিক রাখার উপায় 

কাপড়ের রঙ ঠিক রাখার জন্য কিছু উপাদান রয়েছে যা কাপড় ধুয়ার সময় কাপড়ে মেশালে কাপড়ের রঙ অনেকদিন পর্যন্ত স্থায়ি থাকে।

কাপড় দুয়া যেমন দরকার তেমনি দরকার তার ঠিক রাখার পদ্ধতি জানা ও, চলুন জেনে নেই কিভাবে রঙ ঠিক রাখবেন। 


১|ভিনেগার।

ওয়াশিং মেশিনে কাপড় দুয়ার সময় ভিনেগারের সাথে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন।ভিনেগার কাপড়ের রং স্থায়ি করতে সাহায্যে করে আর ডিটারজেন্ট এর ক্ষতিকারক প্রভাব থেকে কাপড়কে রক্ষা করে।ধুয়ার পর ভিনেগারের গন্ধু চলে যাবে।

যাদের বাসায় ওয়াশিং মেশিন নেই হাতে কেচে কাপড় ধোন তারা বালততে ডিটারজেন্ট এর সাথে ভিনেগার মিশিয়ে কাপড় ধুতে পারেন সেইম ভাবে।

২|লবন।

লতুন কাপড় ধুয়ার আগে আধা কাপ লবন দিয়ে ভিঝিয়ে রাখুন।আধাঘন্টা পর সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।এতে করে কাপড়ের মার চলে যাবে আর কাপড়ের রঙ ও ছড়িয়ে যাবেনা।

৩|বেকিং সোডা।

বেকিং সোডা কাপড়ের উজ্জ্বলতা বাড়ায়।কাপড় ধুয়ার সময় বালতিতে আধা কাপ বেকিং সোডা দিন।এতে করে কাপড়ের রঙ ঠিক থাকবে।

উপরের টিপস গুলো ফলো করুন কাপড়ের রঙ ঠিক থাকবে ইনশাআল্লাহ। আরেকটা কথা কাপড় কখনোই কড়া রোধে শুকাতে দিবেন না।কড়া রোধে কাপড়ের রঙ তারাতারি নষ্ট হয়ে যায়।

আজ এই পর্যন্তই।ভালো থাকুন,সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। 

আল্লাহ হাফেজ। 



Post a Comment

0 Comments