চুল পড়া বন্ধ করার কার্যকরী কয়েকটি ঘরোয়া উপায়।


 চুল পড়েনা আজকাল এই কথা শুনা ভার।চুল নিয়ে আর চুলের যত্নে কারো কোন খামতি নেই তবুও চুল পড়া কমছেনা, জেনে নিন উপায়।কিভাবে ঘরোয়া ভাবেই চুল পড়া কমাতে পারবেন তার সমাধান।

১|মেথি।

চুল পড়া কমানোর জন্য মেথি ব্যবহার করতে পারেন।আধা কাপ নারিকেল তেলে এক চামচ মেথি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন।ঠান্ডা হলে চুলের গোরায় ম্যাসাজ করুন।তারপর এক ঘন্টা অপেক্ষা করে মাইল্ড শেম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


২|অ্যালোভেরার জেল।

সপ্তাহে দু দিন অ্যালোভেরার জেল চুলে লাগান।অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে তা চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান।২০ মিনিট অপেক্ষা করে শেম্পু ভেষজ দিয়ে ধুয়ে ফেলুন।চুল পড়া বন্ধ হবার পাশাপাশি চুল হবে ঝলমলে। 

৩|মেহেদি পাতা ও সরিষার তেল।

২৫০ মিলি সরিষার তেলে ২০ থেকে ২৫ টি মেহেদি পাতা ফুটিয়ে নিন।ঠান্ডা হলে ম্যাসাজ করুন চুলের গোরায়।২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শেম্পু দিয়ে ধুয়ে ফেলুন।সপ্তাহে এক বার ব্যবহার করুন এই তেল।

৪|পেয়াজের রস।

পেয়াজের রস চুল পড়া বন্ধ করতে খুব কার্যকরী। পেয়াজের রস চুলের গোরায় সরাসরি ঘসে ঘসে লাগান।পেয়াজের ঝাঝালো গন্ধ দূর করতে চাইলে কয়েক ফোটা এশেনশিয়াল ওয়েল মিশিয়ে নিন।বিশ মিনিট অপেক্ষা করুন।তারপর ভেষজ শেম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৫|ডিমের কুসুম ও মধু।

ডিমের কুসুম ফেটিয়ে নিন। তার সাথে মধু মিশান।চুলের গোরায় লাগান।শুকিয়ে গেলে ভেষজ শেম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 

৬|তেল।

কয়েক রকমের তেল একসাথে মিশিয়ে চুলের গোরায় লাগান।ম্যাসাজ করার আগে অবশ্যই তেল সামান্য গরম করে নিবেন।লাগানোর পর গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে নিবেন।১৫ মিনিট পর তোয়ালে খুলে আবার অপেক্ষা করুন ১০ মিনিট। তারপর ভেষজ শেম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 

৭|অলিভ অয়েল জিরা মধু।

অলিভ অয়েল ১ কাপের   চার ভাগের এক ভাগ নিন।তাতে এক চামচ জিরা ভিজিয়ে রাখুন চার ঘন্টা।এরপর জিরা তেল থেকে ছেকে আলাদা করে নিন।তেলে খানিকটা মধু মিশিয়ে নিন।তারপর চুলে ম্যাসাজ করুন।


উপরোক্ত উপায়ে আপনি আপনার চুল পড়া কমাতে পারবেন।আজ এই পর্যন্তই।ভালো থাকুন সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। 

আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments