কাপড়ের কঠিন দাগ দূর করুন নিমেষেই।


বেড়াতে যাবেন জামা বের করে দেখেন দাগ পড়ে আছে,আপনার বাচ্ছারা জামায় কলমের কালির দাগ বসিয়ে নিয়ে আসছে, সাদা কাপড়ের তিলার দাগ পড়ে আছে,তরকারির ঝুল লেগে গেছে,কফির দাগ লেগে গেছে এগুলো কিভাবে ওঠাবো।

ডিটারজেন্ট দিয়ে তো যাচ্ছে না এখন উপায়?হ্যাঁ এখন উপায় আছে,আর তা নিয়েই আমার আজকের আর্টিকেল।

১|অজ্ঞাতনামা দাগ

যেই দাগ নিজের অজান্তে লাগে ডিটারজেন্ট এ ওঠেনা তার জন্য গরম পানি করুন।তার সাথে কয়েক ফুটা লেবুর রস ডিটারজেন্ট আর লবন দিয়ে ভিঝিয়ে ঘসে ধুয়ে ফেলুন দাগ চলে যাবে।

২|কলমের কালির দাগ।

কলমের কালির দাগ দূর করার জন্য ও আপনি লেবু আর লবনের সাথে ডিটারজেন্ট এর ব্যবহার করবেন।যেখানে কলমের কালি লাগে সেখানে লেবুর টুকরোতে লবন ঘসে তারপর সেখানে ডিটারজেন্ট দিয়ে ঘসালেই দাগ ওঠে যাবে।তারপর ধুয়ে রোধে শুকিয়ে নিন। 

৩|সাদা কাপড়ের দাগ।

সাদা কাপড়ের দাগ দূর করার জন্য বিচিং পাউডার ব্যবহার করতে পারেন।যেকোন দাগ চলে যাবে।

৪|তরকারির ঝুলের দাগ।

তরকারির ঝুলের দাগ পড়লে সেখানে সাথে সাথে বেবি পাউডার লাগান।তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন দাগ চলে যাবে।

৫|কাপড়ের কফির দাগ। 

কাপড়ের কফির দাগ লাগলে তা যেতেই চায়না।তারপর জন্যকাপড় গরম পানি দিয়ে ডিটারজেন্ট সমেত ভিজিয়ে রাখুন।ভিঝিয়ে রাখার পর কাপড় ধুয়ার সময় ও যদি দাগ না যায় লেবু ঘসে নিবেন দাগ চলে যাবে।

৬|ঘামের দাগ দূর করার উপায়।

ঘামের দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন শেম্পু।শেম্পু দিয়ে ঘামের দাগ সহজেই দূর হয়ে যায়।

৭|মেকয়াপের দাগ।

মেকয়াপের দাগ তুলার জন্য একটা ব্রেড নিন।তারপর সাদা অংশ গুড়ো করে নিয়ে দাগের জায়গায় ঘসতে থাকুন।এভাবে একসময় দাগ ওঠে যাবে। তারপর ব্রেডের গুড়ো ফেলে দিন।

৮|গ্রিজের দাগ।

কাপড়ে গ্রিজ লেগে গেলে কাপড়ে কনফ্লায়ার ছড়িয়ে দিন।কনফ্লায়ার গ্রিজ শুষে নিলে কনফ্লায়ার ঝেড়ে ফেলে দিন।দাগ চলে যাবে।

৯|তেলের দাগ।

তেলের দাগ দূর করার জন্য কাপড়ে শেম্পু ব্যবহার করুন।মানে শেম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দাগ চলে যাবে।

১০|চকলেটের দাগ। 

চকলেটের দাগ দূর করার জন্য প্রথমেই যতটা পারেন ঘসে তুলে ফেলার চেস্টা করুন।তারপর সেনিটাইজার দিয়ে ধুয়ে ফেলুন। দাগ চলে যাবে।


আজ এই পর্যন্তই। আশাকরি আপনারা উপকৃত হয়েছেন।

ভালো থাকুন সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments