কাপড় থেকে হলুদের দাগ দূর করার উপায়।


রান্না করতে গেলে অসাবধানতা বশত কাপড়ে হলুদের দাগ লেগে গেলো।অনেক চেস্টা করছেন দাগ ওঠছেনা এখন উপায়।

অসাবধানতা বশত জামায় হলুদের দাগ লেগে গেলো।তেল ছিটে এসে জামায় লেগে হলুদ দাগ হয়ে গেলো । ডিটারজেন্ট দিয়ে দুচ্ছেন কিন্তু যাচ্ছেনা। তাহলে কি করা উচিত ভেবে পাচ্ছেন না?

আমি আমার আজকের আর্টিকেল এ আলোচনা করবো কিভাবে আপনি আপনার কাপড় থেকে হলুদের দাগ দূর করতে পারবেন তার সম্পর্কে। 

যেখানে হলুদের দাগ লেগেছে সেখানে লেবুর টুকরো নিয়ে ঘসুন।তারপর রোধে শুকাতে দিন।শুকিয়ে গেলে তারপর ডিটারজেন্ট দিয়ে দুয়ে রোধে শুকিয়ে নিন দাগ চলে যাবে।

তাছাড়া গ্লিসারিন দিয়েও কাপড়ের হলদে দাগ দূর করা যায়।গ্লিসারিন দিয়ে কাপড় এক ঘন্টা ভিঝিয়ে রাখুন।তারপর সাবান বা ডিটারজেন্ট দিয়ে দুয়ে ফেলুন দাগ চলে যাবে।


এভাবে আপনি আপনার কাপড় থেকে হলুদের দাগ দূর করতে পারবেন।আশাকরি আপনাদের কাজে আসবে আমার আজকের আর্টিকেল। 

আজ এই পর্যন্তই।

ভালো থাকুন সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments