আপনি কি জানেন আবাসিক হোটেলের বিছানার চাদর সাদা হয় কেনো?


 আমরা হোটেলে গেলে সাধারণের দেখি যে বিছানার চাদর বালিশ সাদা।যা দেখতেও ভালো লাগে।তবে প্রশ্ন মনে আসতেই পারে যে এত রং থাকতে সাদাই কেনো ব্যবহার করা হয়।আমার আজকের আর্টিকেল তা নিয়েই। আবাসিক হোটেলের বিছানার চাদর কিসের জন্য সাদা তা জানবো আজ আমরা আজকের আর্টিকেল এ।

আবাসিক হোটেলের বিছানায় চাদর সাদা হয় কেনো?

হোটেলে গেলে দেখা যায় বিছানার চাদর বালিশ সাদা রঙের। কিন্তু মনে প্রশ্ন জেগেছে কি এত রঙ থাকতে শুধু সাদা রঙ ইবা কেনো আর তা সবসময় ইবা কেনো,এর পিছনেও কিন্তু সুন্দর একটা গল্প রয়েছে চলুন জেনে নেই।

১৯৯০ এর দশকে হোটেলের কক্ষে সাদা চাদর বালিশ দোয়ালে ব্যবহার শুরু হয়।একে জনপ্রিয় করে তুলেন ওয়েস্টিন ও শেরাটন।

ইন্ডিয়ার ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট (আই আই এইচ এম)কলকাতা হাউজ কিপিং এর অধ্যাপক তরুন সরকার জানান,নব্বই দশকের শুরুতে ওয়েস্টিন হোটেল তাদের হোটেলের ঘরগুলোতে ব্যাপক সাদা চাদর বালিশ তোয়ালে ব্যবহার শুরু করেন।

তিনি আরও জানান ১৯৭০ -৮০সালেও ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি দামি হোটেলে সাদা চাদর ও বালিশের ব্যবহার চল ছিলো। তবে ১৯৯০ এর গোড়ায় ওয়েস্টিন এবং শেরাটন হোটেলের ডিজাইন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিন হুডার ই হোটেলের ঘরগুলোত সাদা চাদর বালিশ ব্যবহারের পরামর্শ দেন। এক্ষেত্রে বেশ কয়েকটি যুক্তি ও দিয়েছিলেন হুডার।

এরিন হুডার মনে করেন সাদা চাদর অথিতিদের মাঝে ভ্রম সৃষ্টি করে।এ দেখে তারা মনে করেন রুমটি মাত্রই গোছানো হয়েছে।এতে অথিতীরা আরাম বোধ করে।

সাদা রঙ মনের মাঝে ইতিবাচক প্রভাব ফেলে।মনে শ্রভ্রতা ও পরিচ্ছন্নতার তাড়না আনে।এছাড়া আলোর নিয়ম অনুসারে সাদা রঙ আলোর প্রতিফলন ঘটায় এতে রোম আরো উজ্জল দেখায়।

অনেকে সাদা রঙ বিলাশিতার প্রতিক মনে করেন।তাই হোটেলের বিছানায় সাদা চাদর ব্যবহার করা হয়। তাছাড়া সাদা চাদর ময়লা হলে সব একসাথে ক্লিন করা যায় অন্যটার সাথে রঙ লাগার ভয় থাকেনা।

এইজন্য হোটেলের রুমগোলুতে সাদা চাদর বালিশ তোয়ালে ব্যবহার করা হয়।আশাকরি উপকৃত হয়েছেন।

আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। 

আল্লাহ হাফেজ। 







 


Post a Comment

0 Comments