বরফ পানিতে ভাসে কেনো?


 আমাদের মনে কত প্রশ্নই জানে।বরফ পানিতে ছেড়ে দিলে তা পানিতে ভাসে।কখনো কি ভেবেছেন কেনো ভাসে।আজ জানবো বরফ কেনো পানিতে ভাসে তার সম্পর্কে। 

টাকার পরিমানের পর মাত্র লিখা হয় কেনো। 

বরফ কেনো পানিতে ভাসে


তাপমাত্রা ও চাপের তারতম্য ভেদে প্রত্যেক পদার্থের ই তিনটি অবস্থা। কঠিন তরল বায়বীয়। তাপমাত্রা ও চাপের তারতম্যের কারনে পানিকে তিনটি অবস্থায় পাওয়া যায়।বরফ,পানি ও জলীয় বাষ্প।


বেশিরভাগ পদার্থের ই কঠিন অবস্থার ঘনত্ব তরল ও বায়বীয় অবস্থার থেকে বেশি।যেমন তরল লোহার চেয়েও কঠিনতাই লোহার ঘনত্ব বেশি।তাই কঠিন লোহাকে তরল ভেতর রাখলে সে ডোবে যায়।

কিন্তু বরফের চেয়েও পানির ঘনত্ব বেশি।তাই বরফকে পানিতে ছেড়ে দিলে সে যতটুকু পানি অপসারন করে সেই পানির চেয়ে বরফের ভর অনেক কম।এইজন্য বরফ পানিতে ভাসে।

আজ এই পর্যন্তই।নতুন কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন।ভালো থাকুন,সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। 

আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments