হারিয়ে যাওয়া সিম কিভাবে বন্ধ করবেন?সিম বন্ধ করার উপায়।


 অনেক সময় দেখা যায় সিম হারিয়ে যায় বা অনেকগুলো সিম হয়ে যাবার ফলে সিম বন্ধ করার চিন্তা মাথায় আসে।

চলুন আজ জেনে নেই সিম কিভাবে বন্ধ করবেন তার ব্যাপারে বলিঃ

সিম বন্ধ করার দুটি মাধ্যম রয়েছে। 

★সাময়িক ভাবে।

★স্থায়ী ভাবে।


★সাময়িক ভাবে ঃসাময়িক ভাবে সিম বন্ধ করতে হলে আপনাকে ১২১ নাম্বারে ফোন করে কাস্টমার কেয়ারে কথা বলে বন্ধ করতে পারবেন। তারা আপনার নাম্বার চাইবে যেটা বন্ধ করতে চান সেটার।আইডি কার্ডের শেষের চারটা অংশ জিজ্ঞেস করবে।

আপনার নাম বাবা মায়ের নাম এসবই জিজ্ঞেস করবে।তারপর তারা সাময়িক ভাবে আপনার সিম বন্ধ করে দিবে।এভাবে করলে আপনার সিম প্রয়োজন পড়লে আবার রিপ্লেস করএ নিয়ে আসতে পারবেন।তাছাড়া গ্রামিনফোনের অফিসে গিয়েবন্ধ করে নিয়ে আসতে পারবেন।

২|স্থায়ী ভাবে।

স্থায়ী ভাবে সিম বন্ধ করতে চাইলে আপনাকে গ্রামীন ফোনের সিমের অফিসে যেতে হবে।বাসায় বসে স্থায়ীভাবে বন্ধ করতে পারবেন না। আপনাকে নিজে যেতে হবে অফিসে,অন্য কাওকে দিয়ে বন্ধ করাতে পারবেন না।

সাথে আপনার এন আইডি কার্ড নিয়ে যেতে হবে।তারাই আপনার সিম বন্ধ করে দিবে।কোন টাকা লাগবেনা।

মনে রাখবেন একদিনে একটার বেশি সিম বন্ধ করা যায়না।স্থায়ীভাবে সিম বন্ধ করতে চাইলে আপনাকে অফিসে যেতে হবে।

আজ এই পর্যন্তই।ভালো থাকুন, সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। 


Post a Comment

0 Comments