দাঁত ব্যাথা দূর করার ঘরোয়া সমাধান।

 


দাঁত ব্যাথা অনেক যন্ত্রণাদায়ক। যার হয়েছে সেই একমাত্র এটা উপলব্ধি করতে পারবে।দাঁত ব্যাথা হলে অবশ্যই ডেন্টাল ডাক্তারের পরামর্শ নিন।

তবে অনেক সময় দেখা যায় দাঁত ব্যাথা জানান না দিয়েই হুট করে চলে আসে। যখন ডাক্তার ও খুঁজে পাওয়া ভার হয়ে যায় তখন কি করবেন।ঘাবড়াবেন না আমার আজকের আর্টিকেল তা নিয়েই,ঘরোয়া ভাবে দাঁত ব্যাথা সারানোর উপায় সম্পর্কে। তাহলে চলুন জেনে নেই ঘরোয়া ভাবে কিভাবে দাঁত ব্যাথা সারাবেন তার ব্যাপারে। 

দাঁত ব্যাথা দূর করার ঘরোয়া সমাধান। 

দাঁত ব্যাথা দূর করার জন্য লবন পানি নিয়ে কুলকুলা করলে দাঁতের ময়লা পরিষ্কার হয়ে যায়। এবং ব্যাথা ও কমে যায়।তবে হ্যাঁ অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন।কুসুম গরম পানিতে লবন মিশিয়ে কুলকুলা করবেন বা গড়গড়া করবেন।

পেঁয়াজ দাঁত ব্যাথা দূর করার জন্য ব্যবহার করতে পারেন।খুব দাঁত ব্যাথা করলে পেয়াজ ছুটো টুকরো করে যেখানে ব্যাথা করছে সেখানে লাগিয়ে রাখুন।পেঁয়াজের ভিতরের অংশ লাগাবেন, এভাবে কিছুক্ষণ লাগিয়ে চুপ করে থাকুন। ব্যাথা সেরে যাবে।

রসুন দাঁত ব্যাথা কমাতে কুব কার্যকরী। রসুন নিয়ে পেস্ট করে নিন।ব্যাথার জায়গায় লাগান, কিছুক্ষন পর ব্যাথা দূর হয়ে যাবে।

গোলমরিচের আর লবন ও ব্যাথা কমাতে সাহায্য করে।যতটা গোলমরিচ নিবেন সেই পরিমান লবন ও কয়েক ফোটা পানি নিয়ে পেস্ট করে নিন।তারপর সেটা আপনার দাঁতে ব্যথার স্থানে লাগান।এভাবে কিছুদিন লাগালেই ব্যাথা একেবারে সেরে যাবে।

আদা দিয়ে দাঁত ব্যাথা সারাতে পারেন।আদা কেটে নিয়ে ব্যাথার জায়গায় লাগান। ব্যাথা সেরে যাবে।

এভাবে আপনি আপনার দাঁত ব্যাথা সারাতে পারবেন।তবে হ্যাঁ পরবর্তীতে অবশ্যই ডাক্তার দেখিয়ে নিবেন।আর রোজ দাঁত ক্লিক করবেন।শোবার আগে অবস্থা ব্রাশ করে ঘুমাবেন।

আজ এই পর্যন্তই।ভালো থাকুন,সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ। 


Post a Comment

0 Comments