ফাসির আদেশ লিখার পর বিচারকরা কলমের নিভ ভেংজ্ঞে ফেলে কেনো?


 ফাসির আদেশ লিখার পর বিচারকরা কলমের নিভ ভেংজ্ঞে ফেলে। কিন্তু কেনো তা কি জানেন?চলুন আজ জেনে নেই ফাসির আদেশ লিখার পর কলমের নিভ ভাংজ্ঞার কারন কি তার সম্পর্কে। 


এই নিভ ভেংগে ফেলার পিছনে অনেক দার্শনিক ব্যাখ্যা রয়েছে।কিন্তু আইনে এমন কোন বিধি বাধ্যবাধকতা নেই।এটা একটা রিতি হিসেবেই চলে আসছে।

এই রীতির সমর্থনে যা জানা যায়ঃ

১|মৃত্যুদন্ডের মাধ্যমে একজনের জীবনের ইতি টেনে দেওয়া হয়।এবং বিচারক চান না তার দ্বারা আর কোন জীবনের ইতি টানা হোক।

২|একবার রায় দেওয়ার পর তা আর পুর্নবিচার করার সুযোগ থাকেনা।যদি বিচারক রায় লিখার পর তার অমানুষিকতা পরিবর্তন করেন,তথাপি মরনের দন্ডের আদেশ কে কোন ভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।সেই বার্তার প্রতিকি হিসেবেই ক্যাপিটাল পানিশম্যান্ট দেওয়ার পর, আদেশনামা লিখার পর কলমটিকে আর ব্যবহার যোগ্য রাখা হয়না।

৩|বিচারক অপরাধ বোধ থেকেই ফাসির রায় লিখার পর কলমের নিভ ভেংজ্ঞে ফেলে, কেননা কারও প্রান নিবার অধিকার একমাত্র উপরওলারই আছে বলে মনে করা হয়।তাই বিচারক নিভ ভেংজ্ঞে দিয়ে এটাই বুঝান যে তিনি তার পেশাগত দায়বদ্ধতা টুকুই  সারলেন।

এই ছিলো ফাসির রায় লিখার পর কলমের নিভ ভেংজ্ঞে ফেলার কারন।

আজ এই পর্যন্তই,ভালো থাকুন সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। 

আল্লাহ হাফেজ। 


Post a Comment

0 Comments