আপনার লিখা আর্টিকেল লকড করে ফেলুন জেনো কেউ কপি করতে না পারে।

 একটা আর্টিকেল লিখতে গেলে অনেক  জ্ঞান অর্জন করে কিওয়ার্ড রিসার্চ করে লিখতে হয়।যারা আর্টিকেল লিখে তারাই জানে এটাতে কতটা সময় ব্যয় হয়।

কিন্তু সেই আর্টিকেল টাই কেউ এসে মুহুর্তের মাঝেই কপি করে তার সাইটে পোস্ট করে নিজের বলে চালিয়ে দিয়ে দেয় তবে কতটা খারাপ আর কষ্ট লাগে এটা যে লিখে তার থেকে বেশি ভালো আর কেউ বুঝে বলে আমার মনে হয়না।

কিন্তু এর কি কোন সমাধান নেই?হ্যা, আছে খুব সুন্দর সমাধান রয়েছে।আপনি আপনার সাইট টাকেই লকড করে ফেলুন যাতে কেউ আর্টিকেল কপি করতে না পারে।

সাইট লকড করা মানে এটা নয় যে আপনার সাইট কেউ দেখতে পাবেনা। এটার মানে হলো আপনার লিখা আর্টিকেল কেউ চাইলেও কপি করতে পারবেনা।

কিন্তু এটা কিভাবে করবেন?এটা করাও খুব সোজা।এর জন্য প্রয়োজন কিছু কোড এর।যা সেভ করলেই আর কেউ আপনার আর্টিকেল কপি করতে পারবেনা।

এখন কথা হলো কোড কোথায় পাবেন?আমি আপনাদের সুবিধার জন্য কোড টা লিখে দিচ্ছি নিচে এখান থেকে কপি করে নিবেন।

<!-- START disable copy paste -->
<script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'></script><script type='text/javascript'> if(typeof document.onselectstart!="undefined" ) {document.onselectstart=new Function ("return false" ); } else{document.onmousedown=new Function ("return false" );document.onmouseup=new Function ("return false"); } </script>
<!-- End disable copy paste -->

এই হলো কোড। এই লিখাটা পুরো কপি করে নিবেন।তারপর চলে যাবেন আপনার মোবাইল এর থিম অপশন এ।

থিম অপশন সিলেক্ট করে  এডিট এইচ টি এম এল সিলেক্ট করে নিন।সেখানে গিয়ে হেড এর পরে আপনার কপি করা আর্টিকেল পেস্ট করে দিন।এবং সেভ করে নিন।


আর যারা জানেন না কিভাবে সেভ করতে হয় তারা ।তাদের সুবিধার জন্য আমি ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই বুঝতে পারেন এবং সেভ করতে পারেন।

থিম অপশন 

প্রথমেই কোড টা কপি করে নিবেন।তারপর উপরে ছবির মত দেখানো থিম অপশন সিলেক্ট করে নিবেন।

থিম কাস্টমাইজড 


তারপর উপরের ছবির মত আসবে। মার্ক করা আইকন টাতে ক্লিক করুন।


মার্ক করা আইকন এ ক্লিক করলে এ-ই রকম আসবে। এখান এডিট এইচ টি এম এল লিখাটাতে ক্লিক করুন।


তারপর  হেড এর পরে আপনার কপি করা কোড টা পোস্ট করে দিন।

সেভ অপশন 

তারপর ডানে তিনটা ডট ডট দেখবেন সেটাতে ক্লিক করলেই আপনি সেভ অপশন পেয়ে যাবেন।ঠিক যেমনভাবে আমি ছবিতে মার্ক করে রেখেছি তেমন। তারপর সেভ করে নিন। 

ব্যাস হয়ে গেলো আপনার সাইট এর আর্টিকেল লকড করা।এবার আর কেউ চাউলেও আপনার সাইট থেকে কোন আর্টিকেল কপি করতে পারবেনা। 

আজ এই পর্যন্তই।ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। 

আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments