গ্রামে ঘুড়তে যাবার আগের কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যা সকলেরই জানা উচিত।

গ্রামে বেড়াতে যাবার আগের সতর্কতা 

 দুপাশে সবুজের সমারোহ মাঝখানে মেঠো পথ কার না ভালো লাগে।গ্রামে বেড়াতে ঘুরতে শহরমুখী মানুষদের পছন্দের তালিকায় থাকে।

তবে আপনি কি জানেন গ্রামে বেড়াতে যাবার আগের কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হয় যা আপনাকে অবশ্যই জানা উচিত।

আজকের আর্টিকেল এ আমরা জানবো গ্রামে বেড়াতে যাবার আগের কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যা সকল ভ্রমণ প্রেমিদের জানা উচিত।

গ্রামে বেড়াতে যাবার আগের সতর্কতা 

★আপনি যেই গ্রামে বেড়াতে যাবেন বা ঘুড়তে যাবেন সেই গ্রাম সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে যাবেন।সেই গ্রামের কোথায় কি আছে আগে থেকে জানা থাকলে আপনার ভ্রমণ উপভোগ্য হবে।

★যদি বউ নিয়ে যেতে চান তবে কোন সমস্যা নেই তবে প্রেমিকা নিয়ে গেলে ঝামেলায় পড়তে পারেন।

★গ্রামে বেড়াতে গেলে বেশি রাত বানাবেন না কারন রাত ১০ টার পড়ে গ্রামে গাড়ি পাওয়া যায়না তেমন।তখন আপনাকে অনেক ঝামেলায় পড়তে হবে।

★যেখানে ভ্রমণ করতে যাবেন সেখানকার খাবার দাবারের ব্যাপারে আগেই জেনে নিবেন।আর যদি কোন আত্নীয়র বাসায় ওঠেন তাহলেতো কথাই নেই।কারন গ্রামের মানুষ অনেক অতিথি পরায়ন হয়।

★কোথায় থাকবেন সেই ব্যাপার টা আগে থেকেই ঠিক করে নিবেন।তবে আত্নীয়দের বাড়ি ছাড়া গ্রামে না আসাই উত্তম।

★গ্রামে আসবেন আর ছবি তুলবেন না তা কি করে হয়।আপনি অবশ্যই ছবি তুলবেন তবে এই ব্যাপারে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। ছবি তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার পিছনে কোন মেয়ে বা মহিলা রয়েছে কিনা।

যদি থাকে তবে ছবি তুলবেন না।আর যদি তুলেন আর তারা যদি জানে আপনি তাদের ছবি তুলেছেন আপনি যেই হোন না কেনো আপনার কপালে মাইর কেউ ঠেকাতে পারবেনা।

★গ্রামে যাবার পথে যদি রাত হয়ে রাস্তায় কেউ আপনার গাড়ি থামাতে বলে ভুলেও থামাবেন না।থামালেই বিপদ।রাস্তায় গাছ পড়ে থাকলে চেষ্টা করবেন জেনো গাড়ি থেকে না নেমেই গাছটি পাশ কাটিয়ে যাবার।

★গ্রামের নির্জন রাস্তায় একা একা হাটবেন না। কাওকে না কাওকে অবশ্যই সাথে নিয়ে নিবেন।

★গ্রামের মানুষ যেখানে যেতে মানা করবে সেখানে যাবেন না।কথায় আছে যা রটে তা কিছু হলেও ঘটে তাই বিপদ এড়িয়ে চলাই উত্তম। 

★গ্রামে গিয়ে হুট করেই কারো ছাগলের বাচ্ছা গরুর বাচ্ছা কোলে নিবেন না হিতে বিপরীত হতে পারে।

★গ্রামের রাস্তায় রাতের বেলা বাহির হবেন না।

★গ্রামের মানুষ সহজ সরল হলেও চোর কিন্তু আপনার উপর মায়া দেখাবে না তাই নিজের দামি জিনিসগুলো রাতের বেলা খুলে রাখবেন।

আপনার ভ্রমণ শুভ হোক, শুভকামনা একরাশ আপনার জন্য। 

ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। 

আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments