ব্যাকলিংক কিভাবে বানাবেন?আর পোস্ট ইনডেক্স কিভাবে করবেন?

 


 একজন ব্লগারের জন্য ব্যাকলিংক খুব গুরুত্বপূর্ণ। ভালো মানের ব্যাকলিংক এনে দিতে পারে আপনার সাইটে অনেক ভিজিটর।তা আজকের আর্টিকেল এ আলোচনা করবো।এবং পোস্ট ইনডেক্স কিভাবে করবেন তা বলবো। 

ব্যাকলিংক কিভাবে বানাবেন 

ব্যাকলিংক ব্লগ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা আর্টিকেল এ আপনি যেভাবে ব্যাকলিংক বানাবেন তা যদি না জানেন তবে বানাবেন ই বা কি করে। চলুন জেনে নেই কিভাবে ব্যাকলিংক বানাবে তার বিস্তারিত। 

ব্লগিং কি এটাকেই ব্যাকলিংক করবেন তাহলে কি করবেন?

ব্লগিং কি এটাতে চাপ দিয়ে দরবেন।তারপর কপি যেভাবে করে সেভাবে মার্ক করবেন কিন্তু কপি নামক শব্দটাতে ক্লিক করবেন না।

এভাবে মার্ক করে নিবেন।


তারপর উপরের ছবির যেই আইকন টা আছে তারপাশে যেই গোল আইকন আছে সেটাতে ক্লিক করবেন।

তারপর দেখুন আপনার চাপ দেওয়া মার্ককরা লেখাটা এখানে টেক্সট টু ডিসপ্লে তে চলে এসেছে।নিচে যেখানে লিংক চাচ্ছে সেখানে আপনি আপনার যেই পোস্ট এর আর্টিকেল এর ব্যাকলিংক বানাবেন, সেটার লিংক কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন।
তারপর ওপেন দ্যা লিংক ইন এ নিউ ওয়িন্ডো তে টিক দিয়ে এপ্লাই করে দিন।ব্যাস হয়ে যাবে আপনার ব্যাকলিংক। এবারে আপনি অনেকগুলো ব্যাকলিংক বানাতে পারবেন।

অবশ্যই যেই পোস্ট এ ব্যাকলিংক বানাবেন সেটা যেনো সেই আর্টিকেল রিলেটেড হয়।যেমন,এখানে আমি 

ব্লগ কি?ব্লগ কিভাবে খুলবো?ওয়ার্ডপ্রেস ভালো বাকি ব্লগার?এইরকম।মানে হলো এই আর্টিকেল ব্লগ রিলেটেড তাহলে এটাতে আপনি ব্লগ রিলেটেড আর্টকেল এর ব্যাকলিংক বানাতে পারবেন।যেমন আমি বানিয়েছি তেমন।

শক্তি শালী ব্যাকলিংক কিভাবে বানাবেন?

শক্তিশালী ব্যাকলিংক বানানোর জন্য আপনি 

★গেস্ট পোস্ট করে সেখানে লিংক করতে পারেন।

★কোরাতে উত্তর দিয়ে ব্যাকলিংং বানাতে পারেন।

★অন্যের সাইটে ব্লগ লিখে ব্যাকলিংক বানাতে পারে।

★কোরার মত বিষয় এ ও প্রশ্নের উত্তর দিয়ে ব্যাকলিংক বানাতে পারেন।

আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে ব্যাকলিংক বানাবেন।এবার চলুন জেনে নেই কিভাবে পোস্ট ইনডেক্স করবেন।

পোস্ট ইনডেক্স কিভাবে করবেন  

পোস্ট ইনডেক্স করার জন্য আপনি আপবার ব্লগার এর ড্যাশবোর্ড এ যান।

★সেখান থেকে সেটিং এ যান।

★সেখান থেকে আপনি সার্চ কনসোল পাবেন সেখানে যাবেন।

★আপনি যেই আর্টিকেল ইনডেক্স করতে চান সেটা কপি করে নিবেন।



Post index


সার্চ কনসোল এ যাবার পর এইরকম আসবে। আপনি এখানে ওপরে সার্চ করার মত যেই আইকন টা সেটাতে ক্লিক করবেন।

তারপর এখানে আপনাক লিংক দিয়ে দিবেন যেটা আপনি ইনডেক্স করতে চান।inspect যেই লেখাটা সেখানে সেখান লিংক দিবেন।তারপর গো তে ক্লিক করুন।
তারপর এইরকম আসবে।কিছুক্ষন ঘুরার পর নিচের ছবির মত আসবে।

তারপর রিকোয়েস্ট ইনডেক্সিং এ ক্লিক করুন। 



ভেরিফাই করার জন্য এইরকম আসবে।এখানের টেক্স ফুল পুরুন করুন।তারপর ভেরিফাই এ ক্লিক করুন।


তারপর এই রকম আসবে। গট ইট এ ক্লিক করুন।ব্যাস হয়ে গেলো আপনার সকল কাজ করা।এবার যা বাকি থাকবে গুগল করে নিবে।

একটা পোস্ট ইনডেক্স করার পর সময় লাগে ইনডেক্স হতে। আপনি ঘাবড়াবেন না।এটা ইনডেক্স হয়ে থাকবে।যদি আপনার সকল সেটিং ঠিকঠাক থাকে।

আজ এই পর্যন্তই।কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

ভালো থাকুন,সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। 

আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments