মোবাইল দিয়ে আর্টিকেল এ ছবি এড করার উপায়।

 


 আমরা যারা নতুন ব্লগিং শুরু করি আর তা যদি মোবাইল দিয়ে শুরু করি তবে প্রথমেই মাথায় আসে মোবাইল দিয়ে কিভাবে ছবি এড করবো।

আমরা তো তা জানিনা, তবে উপায়।হ্যাঁ উপায় আছে,আমার আজকের আর্টিকেল তা নিয়েই।

আমি নিজেও মোবাইল দিয়ে ব্লগিং করি,আর আমার আর্টিকেল এর ছবি গুলো মোবাইল দিয়েই এড করি।তাহলে চলুন জেনে নেই কিভাবে মোবাইলের দিয়ে আপনার ব্লগের আর্টিকেল এ ছবি যোগ করবেন।


মোবাইল দিয়ে ব্লগের আর্টিকেল এ ছবি কিভাবে যোগ করবো?

মোবাইল দিয়ে ব্লগের আর্টিকেল এ ছবি যোগ করা খুব সোজা। কিন্তু কথা হলো আমরা যা না জানি তা যতই সোজা হোক আমাদের কঠিন মনেই হবে।আমি এই আপনাদের বোঝার জন্য ছবি সমেত লিখে বুঝিয়ে বলবো,
  1. প্রথমে আপনি আপনার ব্লগার ড্যাশভোর্ডে এ যান।
  2. তারপর নিউ পোস্ট এ ক্লিক করুন।
  3. তারপর আপনার আর্টিকেল লিখুন।এগুলো তো সবাই জানি, এবার আসলো ছবি এড করো কিভাবে।তা বোঝার জন্য নিচের ছবি দেখুন।



এখানে ছবির যেই আইকন টা আছে সেটাতে ক্লিক করুন।


তারপর এইরকম আসবে।সেখান থেকে ডাউনলোড ফ্রম কম্পিউটার এ ক্লিক করুন।

তারপর এই রকম আসবে।সেখান থেকে চয়েজ ফাইল এ ক্লিক করুন।

তারপর এই রকম আসবে, সেখান থেকে ফাইলস এ ক্লিক করুন।
তারপর আপনার গ্যারারিতে নিয়ে যাবে।সেখান থেকে ছবি সিলেক্ট করুন। 

আর যদি গ্যালারিতে সরাসরি না নিয়ে যায় তবে এইরকম আসবে।সেখান থেকে গ্যালারিতে ক্লিক করলেই গ্যালারিতে চলে যাবেন।সেখান থেকে ছবি সিলেক্ট করে নিবেন।


সিলেক্ট করার পর সিলেক্ট বাটন এ ক্লিক করুন। ব্যসহয়ে গেলো মোবাইল দিয়ে আপনার ব্লগের আর্টিকেল এ ছবি যোগ করা।

তারপর আপনার ব্লগের আর্টিকেল এ যেখানে খুশি ছবি যোগ করতে পারবেন।

আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে ছবি যোগ করবেন।যদি না বুঝেন আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।আমি চেস্টা করবো আপনার প্রশ্নেত সঠিক উত্তর দিবার।

ভালো থাকুন, সুস্থ থাকুন আর ইচ্ছে  ঘুড়ির সাথেই থাকুন। 
আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments