প্রিয়জনকে খুশি করতে আর অন্যরকম আনন্দ দিতেচলে আসতে গ্রামের মেঠো পথে।

প্রিয়জনকে নিয়ে হারিয়ে যান গ্রামের মেঠোপথে।

 সাগর, পাহাড়  অনেক তো দেখলাম এবার না হয় গাড়ি নিয়ে বেড়িয়ে পড়ুন গ্রামের সৌন্দর্য উপভোগ করতে। সাথে নিয়ে আস্তে পারেন আপনার প্রিয়জনকে।

গ্রামে ঘুরতে আসার আগে যেই জিনিস গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে।

যদি আপনি নিজের গাড়ি নিয়ে আসেন তবে ফিরার সময় রাত করবেন না।রাত দশটা গ্রামে অনেক রাত তাই তার আগেই বেড়িয়ে পড়বেন গ্রামের এড়িয়া ছেড়ে।

আপনার যদি পরিচিত কোন রিলেটিভ থাকে তবে তার বাসায় যেতে পারেন থাকার জন্য।আর যদি তা না থাকে তবে দিনে দিনেই বাড়ি চলে যাবার চেষ্টা করবেন।

শুনশান রাস্তায় কেউ গাড়ি দাড় করাতে বললে ভুলেও তা করবেন।সাথে পানি নিয়ে নিবেন।যেই গ্রামে ঘুরতে যাবেন তার সম্পর্কে আগে প্রাথমিক ধারণা নিয়ে যাবেন।

যেমন সেই গ্রাম কেমন,সেখানকার মানুষ কেমন পরিবেশ কেমন? সেখানে কোথায় ভালো খাবার পাওয়া যায় তার সম্পর্কে ধারণা নিয়ে যাবেন।

গ্রামে বেড়াতে গেলে অবশ্যই সাথে ক্যামেরা নিবেন গ্রামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।

আপনি যদি বিবাহিত হন তবেই প্রিয়জনকে নিয়ে আসবেন সাথে করে নয়তো রাস্তায় ছেলেরা আপনাদের আটকিয়ে টাকা দাবি করতে পারে নয়তো বিয়ে পড়িয়ে দিবে।নয়তো আপনাকে দরে পিটাবে।এটা মাথায় রাখবেন। 

শহরেরর কাছাকাছি গ্রামে ঘুরতে গেলে ভালো হয় কারণ সেখান থেকে আপনি সহজেই নিজের বাড়ি চলে আসতে পারবেন রাত বাড়ার আগেই।

তবে একটা জিনিস, গ্রামের মানুষ অনেক বেশি অতিথিপরায়ণ হয়।আপনার যদি গ্রামে কোন আত্বীয় থেকে থাকে তার বাসায় গিয়ে দু দিন থাকলেই বুজতে পারবেন।

সকালের শিশির ভরা কোয়াশামাখা ভোর দেখতে শীতেই চলে আসতে পারেন গ্রামের মাটিতে।রাস্তার পাশে বাহারি গাছের সারি পাখির কিচির মিচির আপনার মন ভালো করতে বাধ্য।

যদি মেলা উপভোগ করতে চাও তবে বাংলা মাসের শুরুর দিকে চলে আসতে পারো।তখন প্রায় গ্রামেই মেলা হয় যা তোমার এবং তোমার প্রিয়জনের মন ভালো করে দিবে।

গ্রামে এসে সকাল বেলা ঘুমিয়ে না থেকে খালি পায়ে হাটতে বেড়িয়ে যেয়ো খুব ভালো লাগবে।সাথে যদি সাইকেল থাকে তাহলেতো কথাই নেই সাইকেল চালাবে দেখবে খুব ভালো লাগবে আর তোমার প্রিয়জন এটা খুব উপভোগ করবে।

দুজন মিলে হাটাহাটি করবে হাতে হাত রেখে দেখিবে কত যে প্রশান্তি। গ্রামের সুন্দর্তার সাথে তোমাদের দুজনের মন নিমেষেই ভালো হয়ে যাবে।

বর্ষা কালে আসলে দেখতে পাবে খালে বিলে শাপলা ফুলের বাহার যা তোমাকে মুগ্ধ করতে বাধ্য।

তাই বলে শহরের ইট পাথরের দেয়াল ছেড়ে গা এলিয়ে দিয়ো নিজের দেশের গায়ের পায়ে।

দেখিবে কত সুখ আর শান্তি পাও তোমার মনে। 

Post a Comment

0 Comments