ছোট বেলায় ঘটে যাওয়া স্মরণীয় ঘটনা।

 


আমাদের জীবন এ কত কিছুই ঘটে তবে কিছু মনে থাকে কিছু থাকেনা।তবে এমন কিছু ঘটনা থাকে যা সবসময় মনে গেথে থাকে সহজে ভুলা যায়না।

তেমনি একটা ঘটনা বলবো আজ আপনাদের সাথে।আমি গ্রামের মেয়ে।আমাদের স্কুল আমাদের বাড়ি থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে। 

আমরা পায়ে হেটেই স্কুলে যেতাম আসতাম।তখন ছিলো বর্ষাকাল। চারিদিকে অনেক পানি।আমাদের পাড়া থেকে ম্যাইন রাস্তায় যেতে হলে একটা সাকু পাড় হয়ে যেতে হতো। 

আমরা তখন ক্লাস ফাইভে পড়ি।বাড়ি থেকে টিফিন নিয়ে যেতাম খাবার জন্য।আর আমাদের স্কুলে যেতে হলে সেই সাকু পাড় হয়ে ম্যাইন রাস্তা দিয়েই যেতে হবে।

তো সেদিন অনেক তুফান হয়,সারারাত ঝড় হয়।সকাল বেলা আকাশ পরিষ্কার। কিন্তু চারিদিকে প্রচুর পানি আর পানি।

আমাদের সকাল ১০ থেকে ৪ টা পর্যন্ত ক্লাস হত।এত বেলা থাকাতে হত বলেই আমরা সবাই টিফিন নিতাম।রোজকার মত সেদিন ও টিফিন বক্স ভরে খাবার নিয়ে নিলাম সবাই।

উল্লেখ্য, এখানে টিফিন বলতে আমারা টিফিন বক্স ভরে খাবার নেওয়াকে বুঝিয়েছি।আমরা এটাই বলি গ্রামে।

তো আমরা যখন সাকুড় কাছে আসি।দেখি সাকুটা একদম পানির সাথে লেগে আছে।আর এটা পাড় হয়েই আমাদের যেতে হবে।

যারা গ্রামের তারা হয়তো জানেন বাশের সাকু কেমন হয়।নিচে পানির খুব স্রোত ছিলো। মনে হচ্ছিলো পড়ে গেলে ভাসিয়ে নিয়ে যাবে।

তো আমরা সবাই আল্লাহ আল্লাহ করে সাকুতে উঠি।একহাতে ব্যাগ আর টিফিন আরেক হাতে সাকু দরে যাচ্ছি।

কিছুটা সামনে যাবার পর দেখি দপাস করে কিছু পড়ার শব্দ।চেয়ে দেখি আমাদের পিছনের দুজন পড়ে গেছে পানিতে।

পানি তাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে।অমরা সবাই মিলে তারপর তাদের পানি থেকে তুলি।তখন এতটা খারাপ লাগছিলো। 

তখন টিফিন বক্স এর ভিতরেও পানি ডোকে সকল খাবার নষ্ট হয়ে গেছিলো। সেদিনের সেই অসহায়তা আজও মনে পড়ে।

দেখতে দেখতে জীবনের কত কঠিন সময় এ চলে এসেছি।অতীত হাতছানি দিয়ে ঢাকে।চাইলেও আর ফিরে পাবোনা সেই সোনালী অতীত। মাঝে মাঝে খুব মিস করি সবাইকে খুব খুব খুব।মিস ইউ অল মাই প্রাইমারী স্কুল ফ্রেন্ড এন্ড লাভ ইউ অল ফরইভার। 

Post a Comment

0 Comments