টাকার পরিমাণের সংজ্ঞে মাত্র লিখা হয় কেনো?


 টাকার পরিমান দু টাকা হোক বা দুশো কোটি টাকা হোক পরিমানের সময় মাত্র লিখা হয়।আর অংকে লিখলে /= এই চিহ্ন ব্যবহার করা হয়।

কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেনো বা কি কারনে লিখা হয়।হ্যাঁ ঠিকি ধরেছেন আমার আজকের আর্টিকেল এই বিষয় নিয়েই।চলুন জেনে নেই কেনো এটা করা হয় তার সম্পর্কে। 

প্রশ্ন জাগতেই পারে দুশো কোটি টাকা তো আর মাত্র হতে পারেনা তবে এত টাকার পর ও মাত্র লিখা হয় কেনো?এত টাকা তো আর মাত্র হতে পারেনা,সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলেছেন মাত্র লিখা হয় শুধু মাত্র নিদিষ্টতা বুঝাতে।

তারা বলেছেন টাকার পরিমান যখন শব্দের সাহায্য  লিখা হয়, তাতে যাতে কেউ অসাধুউপায়ে টাকার পরিমান বৃদ্ধি করতে না পারে।সেই উদ্দেশ্যই টাকার পরিমানের পর মাত্র লিখা হয়।

মানে হলো টাকার শেষে মাত্র লিখাটি টাকার নিদিষ্ট তা বুঝায় এবং নিরাপত্তা দেয়।যেমন দরুন দশ হাজার টাকা মাত্র,মানে দশ হাজার টাকার এক টাকা কম ও না, এক টাকা বেশি ও না।

তাছাড়া চেক প্রধান কারি যদি ৫০০০ টাকা দেয় লিখে আর যদি মাত্র না লিখে যাকে চেক দিবো সে যদি এখানে একটা শুন্য বেশি বসিয়ে নেয় তাহলেই তো পুরো ধরা।

এছাড়া টাকার পরিমান কেউ পঞ্চাশ লিখিলে সেখানে মাত্র না লিখলে সেখানে পঞ্চাশ শব্দটির পিছনে হাজার বা কোটি যোগ করার সুবিধা রয়েছে।তাই পঞ্চাশ হাজারের পিছনে মাত্র লিখে দিলে সেখানে যদি আর কেউ টার পরিমান লিখে তাহলে সহজেই প্রশ্ন আসবে মাত্র লিখার পর আবার টাকার পরিমান আসলো কি করে।

ফলে মাত্র লিখে অথবা এমাউন্ড লিখার পর /= এই চিহ্ন ব্যবহার করা হয়।আর তা দিবার একমাত্র কারন হলো কেউ জেনো কোনরকম কারচুপি না করতে পারে।বলতে পারেন প্রতারণা থেকে বাঁচার একটা একটা মাধ্যম।

সহজ কথায় এর ফলে পরবর্তী কালে টাকার পরিমান পরিবর্তন করতে কষ্টকর হয়।তাই অবশ্যই একাউন্ট চেকে বা ডিপোজিট চেকে মাত্র বা /= এই চিহ্নব্যবহার করতে হবে। সেই সংজ্ঞে একাউন্ট ঘরের খালি জায়গা লম্বা টানে ভরাট করে দিতে হবে।


আশাকরি বুঝতে পেরেছেন কেনো মাত্র লিখা হয়।আজ এই পর্যন্তই।

ভালো থাকুন সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। 


Post a Comment

0 Comments