কলমের কালির দাগ দূর করার উপায়।


 বুকপকেটে কলম রেখেছেন।হাতে দরে দেখেন কালিতে ভরে গেছে কলম নষ্ট হয়ে।বাচ্ছা বাসায় আসলো সাদা জামাতে কালি ভরিয়ে।ইউনিফর্ম টা কালির দাগে ভরিয়ে রেখেছে।

কিভাবে দূর করবেন এত কালি?উপায় কি আছে? হ্যাঁ অবশ্যই আছে।আমার আজকের আর্টিকেল তা নিয়েই।চলুন জেনে নেই কিভাবে দূর করবেন কলমের কালির দাগ।

কাপড়ের কঠিন দাগ দূর করুন নিমেষেই

কাপড়ের রঙ ঠিক রাখার উপায় 

কাপড় থেকে হলুদের দাগ দূর করার উপায় 

কলমের কালির দাগ দূর করার উপায় 

★কলমের কালির দাগ লেগেছে জামায়।এই কালির দাগ দূর করার জন্য কিছুটা এল্যকোহল ঘসে নিন।দাগ চলএ যাবে।

★একটা স্পঞ্জ নিন।দুধে ভিজিয়ে নিন।তারপর স্পঞ্জটি দাগের উপর ঘসান দাগ ওঠে যাবে। 

★তাছাড়া কাপড় সাদা হলে এক টুকরো লবন আর লেবু নিন।কালির দাগের জায়গায় ঘসান।সাবধানে ঘসাবেন জেনো দাগ ছড়িয়ে না যায়।দাগ ওঠে যাবে।

চেস্টা করবেন দাগ লাগার সাথে সাথে এভাবে ওঠিয়ে ফেলার।সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেললে কিন্তু দাগ ওঠবেনা তাই তার আগেই এভাবে চেস্টা করবেন দাগ ওঠে যাবে।

খবরদার কালি সমেত কাপড় আয়রন করবেন না।এতে করে দাগ কাপড়ে বসে যাবে আর ওঠবেনা।

উপরের টিপস গুলো আপনাদের কাজে আসবে আশা করি।

আজ এই পর্যন্তই।ভালো থাকুন,সুস্থ থাকুন আর ইচ্ছে ঘুড়ির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments