সাইটম্যাপ কিভাবে বানাতে হয় এবং কিভাবে ব্লগে সেভ করতে হয়।

 যারা ব্লগিং করি তারা অবশ্যই জানি যে সাইটম্যাপ কতোটা গুরুত্বপূর্ণ একটা ব্লগ সাইটের জন্য।সকল পোস্ট সাইটম্যাপ এ ইনডেক্স হলে তবেই সেটা গুগল এ সার্চ দিলে খুব সহজেই খোঁজে পাওয়া যায়।

তার ফলে পাওয়া যায় অর্গানিক ভিজিটর। একটা সাইটের নাম অর্গানিক ভিজিটর অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্গানিক ভিজিটর কি? তা ভাবছেন তো?অনেকেই আমরা জানি অর্গানিক ভিজিটর কি?

কিন্তু যারা না জানেন তাদের বুঝিয়ে বলছি আপনার লিখাটা গুগল এ সার্চ করে যদি কেউ সেই লিখার মাধ্যমে আপনার সাইট ভিজিট করে তাদেরকেই অর্গানিক ভিজিটর বলে।সোজা কথায় কাওকে রেফার করে নিয়ে আসা নয় নিজ থেকে আপনার সাইট এ আসা।

আর তার জন্য সাইটম্যাপ অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন জেনে নেই অতি প্রয়োজনীয় এই সাইটম্যাপ কিভাবে বানাবেন এবং আপনার সাইট এ সেভ করবেন সেই ব্যাপারে বিস্তারিত। 

সাইটম্যাপ কিভাবে বানাতে হয় 

প্রথমেই আপনার ফোন এর ক্রোম ব্রাউজার এ চলে যান।সেখানে গিয়ে আপনি আপনার ব্রাউজার এর ডেক্সটপ মুড অন করে নিন।

ডেক্সটপ মুড যদি কিভাবে অন করতে হয় তা না বুঝেন তাহলে সমস্যা নেই আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার ক্রোম ব্রাউজার এর ঠিক উপরের ডান এর কর্নারে তিনটা ডট ডট দেখতে পাবেন। 

সেটাতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ডেক্সটপ মুড এর অপশন চলে আসবে সেখানে থেকে আপনি ডেক্সটপ মুড করে দিবেন।

তারপর ড্যাশবোর্ড এ এসে লিখবেন সাইটম্যাপ জেনারেটর।এটা লিখার পর নিচের ছবির মত আসবে।



সাইটম্যাপ জেনারেটর

 তারপর উপরের ছবির লিখার মত ক্রিয়েট ইউর গুগল সাইটম্যাপ অনলাইন এটাতে ক্লিক করবেন।

Sitemap 

ক্লিক করার পর উপরের ছবির মত আসবে। এখানে মার্ক করা জায়গায় আপনি আপনার ব্লগের ইউ আর এল টা দিয়ে দিবেন।যেমন👇

  https://icheguri12.blogspot.com এখানে ইচ্ছে ঘুড়ির জায়গায় আপনি আপনার সাইট এর ডোমেইন নেইম টা দিয়ে দিবেন।এবং স্টার্ট এ ক্লিক করে দিবেন।

একটা কথা আমি আপনাদের বলে রাখি আমি সাইটম্যাপ জেনারেট করার আগে কাস্টম রোবট ট্যাগ সেট করেছিলাম। যার ফলে সাইটম্যাপ জেনারেট করতে এসে বার বার ব্যর্থ হয়েছিলাম।

কিন্তু আমি যখন কাস্টম রোবট ট্যাগ টা কেটে দিয়ে আবার সাইটম্যাপ জেনারেট করতে চাই তখন একেবারেই হয়ে যায়।তাই আপনাদের বলি সাইটম্যাপ জেনারেট করার আগে কাস্টম রোবট ট্যাগ ব্যবহার করবেন না।

সাইটম্যাপ জেনারেট করে তারপর কাস্টম রোবট ট্যাগ সেট করবেন।এবং কিভাবে করবেন সেটা আমি আপনাদের এই আর্টিকেলই বলে দিবো।

পিকচার এক

পিকচার দুই,সাইটম্যাপ কমপ্লিট 

স্টার্ট এ ক্লিক করার পর উপরের এক নাম্বার ছবি আসবে এবং কিছুক্ষণ পর দুই নাম্বার ছবির মত আসবে যেটাতে কমপ্লিট লেখা আসবে।তার মানে হলো আপনার সাইটম্যাপ জেনারেট হয়ে গেছে।


সাইটম্যাপ এবং কাস্টম রোবট ট্যাগ কিভাবে সেট করবো?


সাইটম্যাপ জেনারেট করার পর এবার সাইটম্যাপ সেট করার পালা।কিন্তু তার আগে আমাদের কাস্টম রোবট ট্যাগ টা সেট করে নিতে হবে।

তারজন্য প্রথমেই আপনাকে আপনার ব্লগার সাইট এর সেটিং এ যেতে হবে।তারপর সেখান থেকে কাওলার এবং ইনডেক্সিং এ গিয়ে কাস্টম রোবট ট্যাগ ইনাবেল করে নিতে হবে।

কাস্টম রোবট ট্যাগ 
কাস্টম রোবট ট্যাগ ইনাবেল করার পর উপরের ছবিতে দেখুন আমি কিছু ট্যাগ লিখেছি যা অবশ্যই আপনার লিখতে হবে। এখন কথা হলো এই কোডগুলো আপনি কোথায় পাবেন। 

সমস্যা নেই আমি নিচে আপনাদের কোড লিখে দিচ্ছি এখান থেকে কপি করে আপনার রোবট ট্যাগ এর জায়গায় বসিয়ে সেভ করে দিবেন।

কাস্টম রোবট ট্যাগ কোড-👇👇

User-agent: *

Disallow: /search

Allow: /


Sitemap: https://icheguri12.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500

উপরের কোডগুলো কপি করে নিবেন এবং ইচ্ছে ঘুড়ির জায়গায় আপনি আপনার সাইট এর নাম দিয়ে দিবেন এবং কাস্টম রোবট ট্যাগ এর জায়গায় বসিয়ে সেভ করে দিবেন।আপনার কাস্টম রোবট ট্যাগ সেট করা হয়ে গেছে।

এবার সাইটম্যাপ সেট করার পালা।উপরের ছবিতে আমি লাল তির দিয়ে মার্ক করে লিখেছি গুগল সার্চ কনসাল এটাতে ক্লিক করবেন।কারণ আমাদের বাকি কাজটা ওখানেই।


সার্চ কনসোল এ ক্লিক করার পর উপরের ছবির মত আসবে। সেখানে মার্ক করা তিনটা ডট এ ক্লিক করলেই আপনি সাইটম্যাপ নামক অপশন পেয়ে যাবেন। সতা

সাইটম্যাপ অপশন
তারপর সাইম্যাপ নামক অপশন টাতে ক্লিক করে দিবেন।তারপর নিচের ছবির মত আসবে। 


ছবির মতো আসার পর আপনাদের মার্ক করা জায়গায় লিখতে হবেhttps://(your site).blogspot.com/sitemap.xml এটা লিখে সাবমিট এ ক্লিক করে দিবেন। এখানে আপনাকে ইউর সাইট এর জায়গায় আপনার সাইটের নাম দিতে হবে।

ব্যাস হয়ে গেলো আপনার সাইটম্যাপ জানান এবং সেভ করা।এখন সাথে সাথেই যদি সাইটম্যাপ সাকসেস না দেখায় তবে ঘাবড়াবেন না।এটা এক দু দিনের মাঝেই হয়ে যায় আবার কারো সাথে সাথেই হয়ে যায়।



Post a Comment

0 Comments